শু ভ জ ন্ম দি ন ল্যা ড লী মু খো পা ধ্যা য়
বাবলু ভট্টাচার্য :এক নামে অনেক পরিচয়। তিনি চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফার এবং কলমচি ল্যাডলী মুখোপাধ্যায়।
গত পঁচিশ বছর ধরে ব্যস্ত আছেন মিডিয়াজগতে, নানা কাজে। টেলিফিল্ম, টেলিভিশন প্রোগ্রাম বা ফিচার ছাড়াও তাঁর প্রতিষ্ঠা মূলত তথ্যচিত্রকার হিসাবে, যার ঝুলিতে রয়েছে ২০০-র বেশি নানা স্বাদের তথ্যচিত্র। এর বেশ কয়েকটি তাঁকে এনে দিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক সম্মান।
আশৈশব বামপন্থী পারিবারিক ঐতিহ্যে লালিত ল্যাডলীর ক্যামেরা তুলে ধরে নানা সামাজিক প্রশ্ন, নানা ধরনের মানুষের বহুস্বর, প্রন্তিক জীবনের, লৌকিক সংস্কৃতির চলচ্ছবি ও মানুষের অধিকারের কথামালা।
ইদিনীংকালে সিঙ্গুর ও নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে উন্নয়ন ও উচ্ছেদ নিয়ে নির্মিত তাঁর তথ্যচিত্রগুলি দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে।
অন্যদিকে পাশাপাশি অব্যাহত থেকেছে তাঁর কলমচর্চা। প্রথম যৌবনের লিটল ম্যাগাজিন উদ্যোগ থেকে পরে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর প্রকাশ নিরবচ্ছিন্ন। কর্মসূত্রে বহুল সঞ্চিত অভিজ্ঞতা ল্যাডলীর কলমে ধরা দেয় এক অনন্য ভাষায় ও ভঙ্গিতে– যা একান্তই তাঁর নিজস্ব শৈলী।
ল্যাডলী মুখোপাধ্যায় ১৯৫৮ সালের আজকের দিনে (১৯ জুন) কলকাতায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment