Press "Enter" to skip to content

লোকাল ট্রেন চালানো নিয়ে অদ্ভুতভাবে সব সরকারই নিরব….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১১, অক্টোবর, ২০২০। বিশ্বজুড়ে করোনা মহামারী আজও বর্তমান। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই মহামারীর জন্য দেশ জুড়ে সাধারণ মানুষের লাইফলাইন লোকাল ট্রেন গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে। সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম বিমান পরিষেবা মেট্রো রেল সরকারি বিধি নিষেধ মেনে চালু হলেও সাধারণ মানুষের প্রয়োজনীয় লোকাল ট্রেন আজও চালু হয়নি। লোকাল ট্রেন চালানো নিয়ে অদ্ভুতভাবে সব সরকারই নিরব। কেউই দায় নিজের কাঁধে নিতে প্রস্তুত নয় বলে মনে হচ্ছে। অথচ যেসব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ ভোট দিয়ে এই সরকারদ্বয়কে ক্ষমতায় এনেছে সেইসব অগণিত সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা এরা একেবারেই ভাবছে না। অফিসকাছারি, দোকানপাট, শপিং মল, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব খুলে দেওয়া হয়েছে। এইসব অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, রেস্টুরেন্টে যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে শতকরা ৭০ জনই আসেন দূরবর্তী মফস্সল থেকে। আর উত্তর বা দক্ষিণ ২৪ পরগনা কিংবা হাওড়া, হুগলি থেকে কলকাতা শহরে আসার একমাত্র সুবিধাজনক গণপরিবহন হল লোকাল ট্রেন। সেই ট্রেনই বন্ধ। তাহলে মানুষগুলো যাবে আসবে কীভাবে? প্রশাসনের কর্তারা কিংবা মন্ত্রীরা এটা ভাবলেন না!! আসলে সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে এরা ওয়াকিবহালই নন। বহু অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মচারীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, অনেক জায়গায় মাইনে কেটে নেওয়া হচ্ছে কর্মীরা কাজে যোগ দিতে না পারায়। অনেকে, বিশেষত ছোট প্রতিষ্ঠানের কর্মীরা মাইনের আদ্ধেক টাকা খরচ করে অটো বা বাসে অথবা ট্যাক্সি করে অফিস করছেন। অনেকে স্পেশাল ট্রেনে উঠে পড়ছেন জানের বাজি রেখে। যার ফলে সেদিন সোনারপুর স্টেশনে সেই মর্মান্তিক রেল পুলিশ বনাম বেআইনি যাত্রী সংঘর্ষ। সাড়ে ছ’ মাসেরও বেশি লোকাল ট্রেন বন্ধ। যার ফলে ইতিমধ্যেই জীবিকা হারিয়েছেন বহু মানুষ। হকার থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কয়েক লক্ষ মানুষ। তার মধ্যে রয়েছে বাড়ি বাড়ি ঠিকে কাজ করা মহিলারা, রং মিস্ত্রি, গড়িয়াহাটে হকারের কাছে কাজ করা সেলসম্যান, অনেক মার্কেটিং সেক্টরে কাজ করা ছেলে, ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত।
সরকার বিষয়ের গুরুত্ব না বুঝে যদি লোকাল ট্রেন নিয়ে কোনও সিদ্ধান্ত না নেয় তবে সোনারপুরের মতো ঘটনা আরও বহু জায়গায় ঘটতে পারে এবং আরও বড় আকারে ঘটতে পারে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.