ভঙ্ককর ও দুর্ধর্ষ শিকারি লায়ন ফিশ
বাবলু ভট্টাচার্য : মাছ বললেই আমরা শান্ত বা নিরিহ প্রাণী মনে করি। কিন্তু এ পৃথিবীতেই যে ভঙ্ককর ও দুর্ধর্ষ মাছ বা ফিশ থাকতে পারে এমন খবর আমরা অনেকেই রাখি না। এমনই এক শ্রেণীর মাছের নাম ‘লায়ন ফিশ’। কিন্তু, ডাকা হয় ‘গডজিলা’ নামে। জানা গেছে, ভয়ের কারণেই ডাকা হয়, এমন মোলায়েম নামে।
ভীষণ প্রতিকূল পরিবেশও মানিয়ে চলতে পারে এরা। এ মাছের বর্ণিল রং দেখে অনেকেই অবাক হন। বর্ণিল গায়ের চামড়ার ওপর পিঠজুড়ে দেখতে পাওয়া যায় নানা রংয়ের, বিশেষ করে বাদামি ও লাল ডোরা কাটা শলাকা। এরা ভয়ানক বিষাক্ত তরল নিঃসরণ করে এ শলাকাসদৃশ বস্তুর মাধ্যমে।
লায়ন ফিশের বৈজ্ঞানীক নাম টেরয়েস ভলিটানস। সেন্ট্রাল ক্যারিবিয়ান মেরিন ইনস্টিটিউটের বিজ্ঞানী মরগান অ্যাডওয়ার্ডস জানান, প্রতিচার দিনে ২৫-৩০ হাজার ডিম দেয় একটি স্ত্রী লায়ন ফিশ। অন্য মাছে খায় না এদের। কি কারণে খায় না তা কেবল ওইসব মাছই জানে। অবশ্য এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা।
Be First to Comment