Press "Enter" to skip to content

লালসাই জীবনে “অশনি সংকেত”…….!!!

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ২৭ জুলাই, ২০২১। “ন্যায়ের দর্পন” প্রোডাকশনের নিবেদনে সকলের প্রিয় চলচ্চিত্র পরিচালক শিউলি রামানী গোমসের পরিচালনায় সদ্য সমাপ্ত হলো রহস্য ও রোমাঞ্চে ঘেরা স্বল্প দৈর্ঘের ছবি “অশনি সংকেত”। এই ছবিতে অভিনয়ে রয়েছেন “অতঙ্কের” সম্মানে রঞ্জিত কিছু শিল্পীবৃন্দ, শ্রেষ্ঠাংশে রয়েছেন মৃত্যুঞ্জয় রায়, কুমার অভিজিৎ, বেলা ব্যানার্জী, জয়ন্ত পর্বত, অভিজিৎ ভট্টাচার্য ও দেবরাজ ব্যানার্জী ।

অনন্য সাধারণ ভূমিকায় রয়েছেন, নবাগতা – এন্ড্রিয়া সোনাম রামানী এবং একটি বিশেষ ভূমিকায় রয়েছেন পরিচালক শিউলি রামানী গোমস। ছবিটির ক্যামেরা এবং সম্পাদনায় আছেন দেবরাজ ব্যানার্জী। এই সল্প দৈর্ঘ্যের ছবিটির কাহিনী ও চিত্রনাট্যর রচয়িতা শিউলি রামানী গোমস।

 

More from EntertainmentMore posts in Entertainment »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.