স্বপন দেবনাথ : ৯ অক্টোবর ২০২১। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারেও শারদ উৎসবের প্রাক্কালে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রের পক্ষ থেকে এবং ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারের সহযোগিতায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। এছাড়াও যে সমস্ত সাধারণ মানুষ বর্ষার কারণে গৃহহীন হয়ে পড়েছেন তাদের হাতে ত্রিপল তুলে দেয়া হয়। কিছু মানুষকে পাঞ্জাবি দেওয়া হয়। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। এছাড়াও এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারকে আশীর্বাদ করেছেন এই এলাকার মানুষেরা। তিনি বলেন আগামী দিনে এভাবেই মানুষকে সাহায্য করে যাব। মানুষের পাশে থাকব। বর্ষায় যেভাবে মানুষের পাশে থেকে কখনো শুকনো খাবার, কখনও বা রান্না করা খাবার ভাতৃপ্রতিম ক্লাবগুলির মাধ্যমে দুর্গত মানুষদের দিয়েছিলেন সমাজসেবী মিলন সরকার, সেভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি। এই দুর্গোৎসব যাতে আর ভালো কাটে তার জন্য কিছু দিনের মধ্যে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করবেন ২১ নম্বর ওয়ার্ডের যে সমস্ত পুজো কমিটি শারদ উৎসবের আয়োজন করেছেন। তিনি আরও বলেন এই ওয়ার্ড সবচেয়ে বেশি ভ্যাক্সিনেশন করেছে রাজপুর সোনারপুর পৌরসভা মধ্যে। তাই তিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের সহযোগিতায় আগামী দিনে ও মানুষের সেবা করার অঙ্গীকার বদ্ধ হয়েছেন। এছাড়াও এই ওয়ার্ডের সমস্ত বুথ কমিটির সদস্যদের নিয়ে মানুষ যাতে সুস্থ এবং সঠিকভাবে এগিয়ে চলতে পারেন তার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন মিলন সরকার।
লাভলী মৈত্রের পক্ষ থেকে এবং ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারের সহযোগিতায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ……।

More from GeneralMore posts in General »
- মহাত্মা গান্ধী শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় জুলু যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিকদের চিকিৎসাকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেন…।
- Shri Vivek Gupta, CMD, Sanmarg Group, Elected as the Vice President of The Indian Newspaper Society for 2023-24….
- ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সম্পন্ন হলো….।
- যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটির এইবারের ভাবনা পূর্নজন্ম…।
- রাজনীতির বাইরে লেখক হিসেবেও শেখ হাসিনার অবদান রয়েছে। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন…..।
- Merlin I am Kolkata Presents New Clothes for Puja to the children of Pathchala….
More from SocialMore posts in Social »
- পার্ক সার্কাসে খেয়ালী সঙ্ঘের খুঁটি পূজো….।
- ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সম্পন্ন হলো….।
- HAZRA Park Durgotsab Launches the Theme “Teen Chakar Golpo”….
- Merlin I am Kolkata Presents New Clothes for Puja to the children of Pathchala….
- পথচলার’ পাশে মার্লিন আই অ্যাম কোলকাতা।
- লিগ খেতাবের দোরগোড়ায় সাদা কালো শিবির….।
Be First to Comment