স্বপন দেবনাথ : ৯ অক্টোবর ২০২১। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারেও শারদ উৎসবের প্রাক্কালে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রের পক্ষ থেকে এবং ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারের সহযোগিতায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। এছাড়াও যে সমস্ত সাধারণ মানুষ বর্ষার কারণে গৃহহীন হয়ে পড়েছেন তাদের হাতে ত্রিপল তুলে দেয়া হয়। কিছু মানুষকে পাঞ্জাবি দেওয়া হয়। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। এছাড়াও এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারকে আশীর্বাদ করেছেন এই এলাকার মানুষেরা। তিনি বলেন আগামী দিনে এভাবেই মানুষকে সাহায্য করে যাব। মানুষের পাশে থাকব। বর্ষায় যেভাবে মানুষের পাশে থেকে কখনো শুকনো খাবার, কখনও বা রান্না করা খাবার ভাতৃপ্রতিম ক্লাবগুলির মাধ্যমে দুর্গত মানুষদের দিয়েছিলেন সমাজসেবী মিলন সরকার, সেভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি। এই দুর্গোৎসব যাতে আর ভালো কাটে তার জন্য কিছু দিনের মধ্যে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করবেন ২১ নম্বর ওয়ার্ডের যে সমস্ত পুজো কমিটি শারদ উৎসবের আয়োজন করেছেন। তিনি আরও বলেন এই ওয়ার্ড সবচেয়ে বেশি ভ্যাক্সিনেশন করেছে রাজপুর সোনারপুর পৌরসভা মধ্যে। তাই তিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের সহযোগিতায় আগামী দিনে ও মানুষের সেবা করার অঙ্গীকার বদ্ধ হয়েছেন। এছাড়াও এই ওয়ার্ডের সমস্ত বুথ কমিটির সদস্যদের নিয়ে মানুষ যাতে সুস্থ এবং সঠিকভাবে এগিয়ে চলতে পারেন তার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন মিলন সরকার।
লাভলী মৈত্রের পক্ষ থেকে এবং ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরকারের সহযোগিতায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ……।

More from GeneralMore posts in General »
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
- দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর্ব হল শেষ, বাংলাদেশে এই দিনটার গুরুত্ব অশেষ…।
More from SocialMore posts in Social »
- Sarbani Welfare Foundation unveils in Kolkata with a grand inauguration ceremony….
- অসমের বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘ আশ্রমের…।
- Manipal Hospitals and KMC Ward 109 Mark World Environment Day with Green Warriors….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment