#লকডাউনে কোলাজ এর নতুন গান।#
গোপাল দেবনাথ : কলকাতা, ১৭ জুলাই, ২০২০। প্রায় চারমাস হয়ে গেল বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ছোট থেকে বড় লকডাউন কথাটা সকলেরই জানা হয়ে গেছে। এই লক ডাউন কালে কোনো শিল্পী মনের মানুষ কেবলমাত্র ঘরে বসে আছে বলে জানা নেই। এই লকডাউন কালে শহরের ব্যান্ড কোলাজ সম্প্রতি প্রকাশ করল তাদের নতুন গান “চল যাই” INRECO- এ। মিউজিক ভিডিও “চল যাই” নিয়ে এসেছে আমাদের সেই সব ফেলে আসা দিনের নস্টালজিয়া, পুরোন সম্পর্কের টান, বিগত দিনগুলোতে ফিরে যাওয়া, এক ধরণের মেমরি লেনের অভিজ্ঞতার মতো। “চল যাই” গানটির রচনা কয়েক বছর আগে শুরু হয়েছিল যখন তিনজন পুরনো ব্যান্ডের সদস্য-বন্ধু বানি, অনিত এবং সূর্য বারো বছর পরে পুনর্মিলনের পরিকল্পনা করেছিলেন। শেষ পর্যন্ত তারা গানের প্রথম পংক্তি লেখেন, তবে ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতিগুলির কারণে দল বাঁধা আর হয়ে ওঠেনি। অন্যদিকে সোমনাথ (বেস্ গীটার), একজন প্রতিভাবান সংগীতশিল্পী অর্ণব (গীটার) এবং দীপায়ন (ড্রামস) একটি ব্যান্ড গঠনের চেষ্টা করছিলেন এবং তারা একজন কণ্ঠশিল্পীর সন্ধান করছিলেন সেখানে সূর্য এই তিনজন নতুন গান বন্ধুর সাথে জুটি বাঁধলেন। ঘটনাক্রমে ওদের আগ্রহ মৌলিক গান তৈরি নিয়েই বেশী ছিল। নতুন ব্যান্ড এবং তাদের নিজস্ব মৌলিক গান তৈরি করার আবেগ ছিল। অর্ণব “চল যাই” এর পরবর্তী পংক্তিটি লিখে ফেলেন। দীপায়ান ব্যান্ডটির নামকরণ করলেন – ‘কোলাজ’। প্রত্যেকেই পুরো গানটিকে যথাযথ রূপ দেওয়ার চেষ্টা করেন। কিংবদন্তি সংগীতশিল্পী মধু মুখোপাধ্যায়কে রেকর্ডিং সেশনটিতে সবাইকে উৎসাহিত করায় ওঁরা নিজেদের যথেষ্ট ভাগ্যবান মনে করেন।
ব্যান্ডটি “চল যাই” গানটি বেশ কয়েকবার লাইভ শোতে পরিবেশন করায় শ্রোতাদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিল যা তাদের একটি যথাযথ মিউজিক ভিডিও নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। লকডাউন চলাকালীন সবাই যখন জীবনের একটি নেতিবাচক পর্বের মধ্য দিয়ে যাচ্ছে তখন নতুন এই মিউজিক ভিডিওর উদ্যোগটি কিছু নতুন তাজা বাতাস সঞ্চার করবে নিশ্চয়ই।
Be First to Comment