সৌরভ দত্ত: ৩ সেপ্টেম্বর ২০২৩। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসতের এক প্রেক্ষাগৃহে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ আয়োজিত “প্রতিশ্রুতি -২” নামাঙ্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ বসু,শক্তি নারায়ণ মন্ডল, সুনীল কুমার সেথিয়া, পি.বি.মিত্র, জ্যোতিষ চন্দ্র রায় সহ বিশিষ্টজন। রোটারি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক পরিষেবা সংস্থা,২০০ টিরও বেশি বিস্তৃত ১.৪ কোটি বেশি সদস্য সংখ্যা রয়েছে জেলা ৩২৯১।
রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৯১, একটি শাখা পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বারোটি রাজস্ব জেলা নিয়ে গঠিত। রোটারি সংস্থা বিভিন্ন মানবিক কার্যক্রমে নিযুক্ত রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা,খাদ্য, সাক্ষরতা অভিযান, বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবির, পরিবেশ সচেতন কর্মসূচি মূল লক্ষ্য।
প্রকৃতপক্ষে, আরআইডি ৩২৯১ এর অধীনে বিভিন্ন রোটারি ক্লাব দ্বারা ১৬টি চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ -এর উদ্যোগে এক চক্ষু হাসপাতাল চালু হতে চলেছে। সাধারণ মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবেন বলে জানান,শক্তি নারায়ণ মন্ডল। এছাড়াও কয়েকটি চক্ষু পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেমন বুনন এবং সেলাই, স্বনির্ভর গোষ্ঠী, জিডিএ এবং প্যারামেডিক্যাল ট্রেনিং ইত্যাদি। এছাড়াও বিভিন্ন বানিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।
রোটারিও ধর্মীয়ভাবে কোন কাজ করে না।
এই সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে গ্রামে কর্মসংস্থানের সুযোগ করে দেবার উদ্যোগ নিয়েছে।
দেবী প্রসাদ বসু বলেন, আগামী দিনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীদের অর্থ উপার্জনের দিশা দেখাবে এই সংস্থা। এই কর্মশালায় ২০০ জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ এর উদ্যোগে জয়নগরে তৈরি হচ্ছে চক্ষু হাসপাতাল….।
More from InternationalMore posts in International »
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘মহাগুরুর দাদাসাহেব’….।
- ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর শাখার উদ্বোধন…।
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- ভূত মানুষের মজাদার গল্প নিয়ে ভূতনি বউ….।
- কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।
- কাহিনীচিত্র ‘আনন্দ বিদায়’-এর পোস্টার ও প্রমো মুক্তি ঘটল….।
More from SocialMore posts in Social »
- Dalmia Bharat Celebrates 5th Year of ‘Aap Hain Sachche Viswakarma’ initiative across East India….
- কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।
- বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করে পুরষ্কৃত রাজ্যের ১০ টি স্কুল…।
- Kick start your monsoon with immunity booster – Dabur Chyawanprash….
- কেরলের ক্রিশ্চান হাসপাতালের ধাঁচে এ রাজ্যে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ…।
- শ্যামবাজারে তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে সাধুসন্তদের অনশন…।.
Be First to Comment