গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ ফেব্রুয়ারি, ২০২২। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ও রোট্রাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৯১ এর উদ্যোগে গত ১২ ফেব্রুয়ারি, শনিবার অতি দরিদ্র পরিবারের ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার সাহায্যার্থে একটি মনভোলানো অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে টলি কুইন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন।
সেই সাথে ছিলেন ক্ল্যাসিক্যাল সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী এবং তার পুত্র এই অনুষ্ঠানে অসাধারণ সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেন। ঋতুপর্ণা কখনও তার ট্রুপ এর ছেলে মেয়েদের নিয়ে আবার কখনও অভিরূপ সেনগুপ্ত কে নিয়ে আবার কখনও বা ক্যান্সারজয়ী ছোট্ট দুটি সুন্দর মেয়ে কে নিয়ে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। ক্যান্সারজয়ী খুদে শিল্পীরাও কি অসাধারণ নৃত্য পরিবেশন করলেন তা লিখে বোঝানো সম্ভবপর নয়।
সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই বছর ১০০জন ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করবেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং বাচিকশিল্পী রায়া ভট্টাচার্য।
Be First to Comment