*কর্মসংস্থান ও জনকল্যানমূলক কাজের পথদিশা দেখাচ্ছে রোটারি*
সৌরভ দত্ত : বিড়া, ১ আগস্ট, ২০২৩। রোটারি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক পরিষেবা প্রদানকারী সংস্থা,২০০ টিরও বেশি দেশে বিস্তৃত। প্রায় ১.৪ কোটির বেশি সদস্য সংখ্যা রয়েছে জেলা ৩২৯১ এর মধ্যে।
রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৯১, একটি শাখা পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বারোটি রাজস্ব জেলা নিয়ে গঠিত হয়েছে।
রোটারি ইন্টারন্যাশনাল সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে নিযুক্ত রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা,খাদ্য, সাক্ষরতা অভিযান, বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবির, পরিবেশ সচেতনতা কর্মসূচি মূল লক্ষ্য।
প্রকৃতপক্ষে, আরআইডি ৩২৯১ এর অধীনে বিভিন্ন রোটারি ক্লাব দ্বারা ষোলটি চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে।
উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেমন বুনন এবং সেলাই, স্বনির্ভর গোষ্ঠী, জিডিএ এবং প্যারামেডিক্যাল ট্রেনিং ইত্যাদি। এছাড়াও বিভিন্ন বানিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।
রোটারি ধর্মীয়ভাবে কোন কাজ করে না।
এই সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে গ্রামে কর্মসংস্থানের সুযোগ করে দেবার উদ্যোগ নিয়েছে।
গত ৩০জুলাই রবিবার “প্রতিশ্রুতি” নামক একটি কর্মশালা শিবির অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার বিড়াতে।
সংগঠনের পক্ষে হীরা লাল যাদব জানান, এই কর্মশালা মাধ্যমে অনেক নতুন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়ার হয়েছে যা সমাজের পক্ষে মঙ্গলজনক হবে। দেবী প্রসাদ বসু বলেন, আগামী দিনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীদের অর্থ উপার্জনের দিশা দেখাবে এই সংস্থা।
Be First to Comment