Press "Enter" to skip to content

রিলিফ এন্ড রেসকিউ সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল…..।

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৯ মে ২০২২। গত ৮ই মে রবিবার রিলিফ এন্ড রেসকিউ সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গেল তপন থিয়েটারে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী। গায়িকা কুহেলি বসুর সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংগঠনের বিদায়ী সম্পাদক দেবজিৎ ব্যানার্জী এই সংগঠনের উদ্দেশ্য ও আগামী কর্মসূচি নিয়ে ব্যাখ্যা করেন। বিভিন্ন মাধ্যমের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে এই প্রথম এক ছাদের তলায় সংগঠিত হলাম বলে জানালেন সংগঠনের বর্তমান সম্পাদক পরিচালক সৌম্য সরকার। সংগঠনের আজীবন সভাপতি তমাল রায়চৌধুরী জানালেন সদস্যদের কাজ পাইয়ে দেওয়া সংগঠনের কাজ নয়, সদস্যদের বিপদে আপদে একে অপরকে সাহায্য করা, পাশে দাঁড়ানোই এই সংগঠনের উদ্দেশ্য।

বিভিন্ন কাজের যোগাযোগ এলে বন্ধু সুলভ মানসিকতা নিয়ে একে অন্যকে জানালেও সেটা পরোক্ষে সাংগঠনিক সাহায্য করাই বোঝায়। যাত্রা জগতের বিশিষ্টঅভিনেতা অনল চক্রবর্তী , কাকলি চৌধরী, তপতি ভট্টাচার্য তাদের বক্তব্য পেশ করেন, সংগঠনের বিগত বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ শুভম দাস। সহ সভাপতি ইরানি মুখার্জী সীমিত কথায় ওনার বক্তব্য পেশ করেন। এরই মাঝে বিদায়ী সম্পাদক দেবজিৎ ব্যানার্জী নতুন কার্যকরী সমিতির ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য এই নতুন কার্যকরী সমিতিকে সমর্থন করেন। অনল চক্রবর্তীর গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটির প্রচারের দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয় রায়।

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *