গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ আগস্ট, ২০২১। প্রায় গত ২০ মাস ধরে বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম টিভি তে হিন্দি বা বাংলা ধারাবাহিক দেখা। বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জি বাংলায় প্রতিদিন সন্ধ্যা ৬:৩০মিনিটে যে ধারাবাহিকটি দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে সেই ধারাবাহিক হলো “করুনাময়ী রানী রাসমণি” সাড়ে তিন বছর ধরে চলছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে যে কয়জন অভিনেতা ও অভিনেত্রী নজর কেড়েছেন তাদের মধ্যে হৃদয় অন্যতম। এবার আসি আসল কথায় করুণাময়ী রাণী রাসমণি এর ধারাবাহিকে গত দু’বছর ধরে নজর কেড়েছেন হৃদয় ওরফে সিদ্ধার্থ ঘোষ।রামকৃষ্ণের ভাগ্নের ভূমিকায় তাঁর অভিনয় খুব প্রশংসিতও হয়েছে। গতকাল অর্থাৎ ১২ আগস্ট সাত পাকে বাঁধা পড়লেন হৃদে। লাইট ক্যামেরার দুনিয়া থেকে রিয়েল লাইফে দীর্ঘদিনের পরিচিত সঙ্গীতশিল্পী দেবতৃষা সেনগুপ্তকে বিয়ে করলেন তিনি। গুনিশিল্পী দেবতৃষা গান করেছেন বেশ কিছু বাংলা চলচ্চিত্রেও।
রানী রাসমণি ধারাবাহিকের পাশাপাশি কালারস বাংলায় ‘দত্ত এন্ড বৌমা’ তেও সিদ্ধার্থ অভিনয় করছেন। এ ছাড়া পরাণ বন্দোপাধ্যায়ের নাটকের দলে চলে রীতিমতো নাট্যচর্চাও। এখন করোনা কাল তাই ঘরোয়া ভাবেই বিয়ে সারলেন দুজনে।
উপস্থিত ছিলেন টেলিদুনিয়ার বেশ কিছু পরিচিত মুখ।এসেছিলেন পরাণ বন্দোপাধ্যায়। সব শেষে নব বর বঁধূকে আশীর্বাদ করলেন স্বয়ং রামকৃষ্ণ ওরফে সৌরভ।মজার এই মুহূর্ত ধরা থাকলো নবজীবনের যাত্রাপথের সূচনায়।
বিয়ে শেষে সিদ্ধার্থ জানালেন তাঁর আরো টেলিপাড়ার বন্ধুরা আসবেন বৌভাতের দিন। সেদিন রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়াও আসবেন নব বর বধূ কে শুভেচ্ছা জানাতে।
Be First to Comment