মোল্লা জসিমউদ্দিন- কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে রানাঘাটে সন্ন্যাসী গণধর্ষণ মামলার ক্রিমিনাল আপিলের রায়দান ঘটলো। তাতে ডিভিশন বেঞ্চ তদন্তকারী সংস্থা সিআইডির চার্জশিট সহ অন্যান্য রিপোর্ট গুলি পর্যবেক্ষণ করে অভিযুক্ত গোপাল সর্দার কে বেকসুর খালাস রায়দান দিল। উল্লেখ্য, ২০১৭ সালে নভেম্বর মাসে কলকাতার সিটি সেশন কোর্টে রানাঘাটে সন্ন্যাসী গণধর্ষণ মামলায় রায়দানে ৬ জন আসামির মধ্যে মূল আসামি নজরুল সেখের ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং বাকি ৫ জনের ১০ বছরের কারাদণ্ড হয়। আসামিদের ৬ জনের মধ্যে ৫ জনই বাংলাদেশের নাগরিক। একমাত্র ভারতীয় হিসাবে ছিলেন উত্তর ২৪ পরগণার গঙ্গারামপুরের বাসিন্দা গোপাল সর্দার। তদন্তকারী সংস্থা সিআইডি তদন্ত রিপোর্টে অভিযোগ তুলেছিল এই গোপাল সর্দারের বাড়ীতেই আসামিরা এই মামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। তবে সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে সিআইডি উপযুক্ত তথ্য ও প্রমাণ দেখাতে পারেনি বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে এসেছে। ২০১৫ সালে মার্চ মাসে রানাঘাটে ৭২ বছর বয়স্কা এক সন্ন্যাসীনির উপর গণধর্ষণের অভিযোগ উঠে। রাজ্য রাজনীতি তোলপার হয়ে উঠে। রাজ্য সরকার জেলা পুলিশের হাত থেকে তদন্তভার দেয় সিআইডির হাতে। কলকাতার সিটি সেশন কোর্টে মামলার রায়দানে ৬ জন আসামিদের মধ্যে ৫ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং মূল আসামির ১২ বছরের সশ্রম কারাদণ্ড রায়দান দেয়। এই রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল আপিল রাখে দন্ডপ্রাপ্ত আসামি গোপাল সর্দার এর আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সিআইডির তদন্ত রিপোর্টে ব্যাপক গড়মিলের জন্য আসামি গোপাল সর্দার কে বেকসুর খালাস রায়দান দিল। অভিযোগ প্রমাণের ক্ষেত্রে যেসব তথ্য ও প্রমাণ, সাক্ষ্যের দরকার সেগুলি এই মামলায় ঠিকঠাক তদন্ত করতে পারেনি বলে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে এসেছে।
রানাঘাটে সন্ন্যাসী গণধর্ষণ মামলায় বেকসুর খালাস গোপাল সর্দার
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment