Press "Enter" to skip to content

রাধানগর পল্লী সমিতির উদ্যোগে রামমোহনের ২৫০ তম জন্মশতবর্ষে নতুন উদ্যোগের সূচনা…..।

Spread the love

শতভিষা দত্ত, হুগলি, রাধানগর, ২০ ডিসেম্বর ২০২১।ভারতপথিক রাজা রামমোহন রায় স্মরণে তাঁর জন্মভিটের অদূরে রাজাধিরাজের নামাঙ্কিত এক প্রদর্শশালার উদ্বোধন হল রাধানগরে। সেইসঙ্গে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সুহৃদ গণিত বিশেষজ্ঞ প্রসন্ন কুমার সর্বাধিকারির নামেও এক স্থায়ী সভামঞ্চ এবং আবক্ষ মূর্তিরও আবরণ উন্মোচিত হয়েছে। এর উদ্যোক্তা রাধানগর পল্লী সমিতি।

এই অনুষ্ঠানে প্রাণারামানন্দ মহারাজ এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্বোধনী পর্বে গৌরহাটী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ বলেন, সন্তান সন্ততিদের প্রকৃত মানুষ গড়ে তুলতে হবে অভিভাবকদের। হিংসা পরিহার অবশ্যই কর্তব্য । এই অনুষ্ঠানে সভাপতি ডঃ পরেশচন্দ্র দাস জানান, রামকৃষ্ণ দেব – রামমোহন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ত্রয়ী বিশ্ববাংলাকে গর্বিত করে তুলেছে, সর্বজনবিদিত। গণিতের প্রাক্তন শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চট্টোপাধ্যায়- প্রসন্ন কুমার সর্বাধিকারির জীবন আলেখ্য বর্ণনা করেছেন । পল্লী সমিতির সম্পাদক বাসুদেব বসু, আগামীদিনের কাজের পরিকল্পনা ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন। সূচনা পর্বে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
শ্রীমতী চন্দনা দত্ত সঙ্গীত পরিবেশন করেন এবং পরিশেষে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল মেধাবী পড়ুয়াদের হাতে অন্যান্য বছরের মতো এবারও পুরস্কার প্রদান করা হয়েছে।

More from CultureMore posts in Culture »
More from EducationMore posts in Education »
More from InternationalMore posts in International »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.