গোপাল দেবনাথ : কলকাতা, ১৪, জানুয়ারি, ২০২১। করোনা অতিমারীর মাঝেও আজ মকর সংক্রান্তি, পৌষমাসের শেষ দিন। বহু মানুষ আজকের দিনে নানান ধরণের পিঠে পায়েস এর স্বাদ উপভোগ করে থাকে। বিশ্বজুড়ে হিন্দুদের আজ উৎসবের দিন।
প্রাচীন কাল থেকেই এই দিনটি হিন্দু ধর্মাম্বলীরা পালন করে আসছেন। এই দিন সূর্য উত্তরায়ণে গমন করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তি ও বলা হয়।
আবার সূর্যদেবতা মকর ক্রান্তিতে প্রবেশ করে বলে একে মকর সংক্রান্তি বলে। আজ গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পূর্নাথীদের দর্শন পাওয়া গেল।
কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশের মধ্যে গতকাল সরকারি ব্যবস্থাপনা প্রত্যক্ষ করতে এই প্রতিবেদক গিয়েছিলেন কলকাতায় বাবুঘাটের সাধু সন্তদের অস্থায়ী শিবিরে।
গিয়ে দেখাগেল বাবুঘাটে রাজ্য সরকারের সুষ্ঠ ব্যবস্থাপনায় গঙ্গা সাগরে যাওয়ার আগে সাধুসন্ত নাগা সন্ন্যাসী ও পূর্নাথীদের জন সমাগম।
কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, দক্ষিণ ২৪পরগনা জেলা শাসকের দপ্তর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় অন্ন বিতরণ সহ বিভিন্ন ধরণের পরিষেবা দিচ্ছেন।
এ ছাড়াও দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্হা রক্ষক ফাউন্ডেশন এর সার্বময়কত্রী শ্রীমতি চৈতালি দাস এর উদ্যোগে প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পূর্নাথীদের মধ্যে প্লাস্টিক পাট ও কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হলো।
সেইসাথে করোনা অতিমারীর ভয়াবহতা রুখতে ডক্টরস চয়েসের সহযোগিতায় ফেস মাস্ক পূর্নাথীদের মধ্যে বিতরণ করা হলো। দেশের বিভিন্ন রাজ্যে সহ নানান দেশের পূর্নাথীদের দেখতে পাওয়া গেলো এই মেলায়।
ব্যবস্থাপনায় খুশি বলে জানালেন আসাম থেকে আগত তারাপীঠ ও কামাক্ষাসিদ্ধ যোগীরাজ শনি মহারাজ।
Be First to Comment