নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ আগস্ট, ২০২৪। জন্মের পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা বা সময়মতো চিকিৎসা শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই কানে শোনা বা কথা বলার সমস্যার সমাধান সহজেই সম্ভব । সরকারি স্তরেও কানে শোনার বা কথা বলার সমস্যার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অথচ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা আর এ ব্যাপারে বিনামূল্যে দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করার কাজ এবং চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কথা বলা বা কানে শোনার সমস্যার সমাধান করছেন কলকাতার এসএসকেএম হাসপাতালের বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মো: শাহীদুল আরেফিন । তার এই কাজের জন্য এবং সমাজের প্রতি তার এই অবাধ অবদানের জন্য “মোস্ট রিনাউন্ড অডিওলজিস্ট এন্ড স্পিচ প্যাথলজিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল” সম্মানে ভূষিত করল রেসেল মিডিয়া সংস্থা। কলকাতায় এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় তার হাতে। এই সম্মান পেয়ে অভিভূত মো: শাহীদুল আরেফিন বলেন, প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান খুব সহজেই করে তোলা যায়, তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং এই কাজটি তিনি দীর্ঘদিন ধরে করে চলেছেন । এই পুরস্কার ছাড়াও সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং এক্সেলেন্স ইন হেলথ কেয়ার অ্যাওয়ার্ডেও উনি ভূষিত হয়েছেন ।
রাজ্যের বিখ্যাত বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে পুরস্কৃত মো: শাহীদুল আরেফিন…..।

More from CultureMore posts in Culture »
- কতো প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমি সাধ্যমতো তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি- প্রবীর রায়…।
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
- ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রীপদ্মনাভ গোস্বামীর সংগ্রহ দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ….।
- নন্দন প্রেক্ষাগৃহে সারলা সাহিত্য সংসদের কলকাতা সারস্বত উৎসব….।
- সাগরদিঘীতে রক্তযোদ্ধার জন্মদিনে ১০৫ জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদানকর্মসূচিতে অংশ নিলেন…..।
- Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam….
More from HealthMore posts in Health »
- আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ব্রেথওয়েট এন্ড কোম্পানি লিমিটেড….।
- আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর যোগ ও ধ্যানের কর্মশালা…।
- মন্মথপুর প্রণব মন্দিরে বিশ্ব যোগ দিবস পালন…।
- কলকাতায় ডিসান হাসপাতাল ও ব্যাঙ্গালোরের BMI-র উদ্যোগে পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হলো ABA ভিত্তিক অটিজম থেরাপি…।
- Dabur Reaffirms Commitment to GT Partners….
- রক্তচাপ যখন বিপদের কারণ…।
More from InternationalMore posts in International »
- আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ব্রেথওয়েট এন্ড কোম্পানি লিমিটেড….।
- আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর যোগ ও ধ্যানের কর্মশালা…।
- মন্মথপুর প্রণব মন্দিরে বিশ্ব যোগ দিবস পালন…।
- গ্রামীন মানুষদের স্বনির্ভর করে তুলতে টেলারিং মেশিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ….।
- ভালোবাসায় মোড়া সকাল – রাজিকা মজুমদার….।
- প্রফুল্ল রায়ের উপন্যাসগুলো চিরকালের জন্য অনবদ্য হয়ে মানুষের মনে রয়ে যাবে….।
Be First to Comment