Press "Enter" to skip to content

রাজেশ খান্নাকে বলা হয় ভারতীয় ছবির প্রথম সুপারস্টার। তাকে ‘কাকা’ নামেই চিনতেন বেশিরভাগ মানুষ। ১৯৬৯ থেকে ১৯৭১ মাত্র তিন বছরে টানা ১৫টি হিট ছবি উপহার দিয়ে রেকর্ড গড়েছিলেন এ তারকা…………।

Spread the love

জন্মদিনে স্মরণঃ রাজেশ খান্না

বাবলু ভট্টাচার্য : ষাট ও সত্তরের দশক মাতিয়ে রেখেছিলেন তার জাদুকরী অভিনয়ের মাধ্যমে। বর্ণাঢ্য ক্যারিয়ার, প্রেম ও বিয়ে ইত্যাদি নানা কারণেই আলোচিত ছিলেন এ কিংবদন্তী তারকা। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না।

রাজেশ খান্নাকে বলা হয় ভারতীয় ছবির প্রথম সুপারস্টার। তার আগে অনেকেই বলিউডের রূপালি পর্দা মাতালেও, তুমুল জনপ্রিয়তা ও অভিনয় গুণে অচিরেই দর্শকের মনের ঘরে জায়গা করে নেন এ তারকা। তাকে ‘কাকা’ নামেই চিনতেন বেশিরভাগ মানুষ। ১৯৬৯ থেকে ১৯৭১ মাত্র তিন বছরে টানা ১৫টি হিট ছবি উপহার দিয়ে রেকর্ড গড়েছিলেন এ তারকা।

রাজেশ খান্না ছিলেন এমনই এক তারকা যিনি অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ছিলেন তার স্বতন্ত্র স্টাইল ও ফ্যাশন সচেতনার জন্য। তার পরিহিত শার্ট ও প্যান্টের বিশেষ স্টাইল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো তরুণ-তরুণীদের মধ্যে। তার পরা বিশেষ কাটের শার্টটিকে আজও ‘গুরু কুর্তা’ নামে চেনেন সবাই। এ ছাড়াও বাহারি কাটের পোশাক ও সাফারি-কুর্তার ফ্যাশনের জন্য বিশেষভাবে আলোচিত এ অভিনেতা।

রোমান্টিক হিরো হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়। সহ-অভিনেত্রীদের সঙ্গে পর্দা রসায়ন জমাতে তার জুড়ি মেলা ভার! ‘আরাধনা’ ছবিতে শর্মিলা ঠাকুরের সাখে রাজেশ খান্নার রোমান্টিক দৃশ্যগুলো আজও দর্শকের মনে দোলা দিয়ে যায়। ‘আও মিলো সাজনা’, ‘মেরে জীবন সাথি’, ‘দুশমন’ ইত্যাদি সিনেমাতে ‘কাকা’র রোমান্টিক সংলাপগুলো সে সময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলো।

রাজেশ খান্নার ক্যারিয়ার যখন তুঙ্গে সে সময় নবাগত অমিতাভ বচ্চনকে বলিউডে তেমন কেউ চিনতো না। পরবর্তীতে অধ্যবসায় ও পরিশ্রমের জোরে ভাগ্য ফেরান অমিতাভ। বলিউডের জনপ্রিয় নায়কে পরিণত হন তিনি। সে সময় রাজেশ খান্নার সাথে অমিতাভের পেশাগত দ্বন্দ্ব তৈরি হয়। ১৯৭১-এ অমিতাভের সাথে ‘আনন্দ’ নামে একটি সিনেমাতে অভিনয় করেন রাজেশ খান্না। কিন্তু এরপর আর তাদের একসাথে দেখা যায়নি।

রাজেশ খান্নার ক্যারিয়ার জীবনের সঙ্গে যে বিষয়টি বেশ আলোচিত তা হলো তার নারীসঙ্গ। প্রথম জীবনে অভিনেত্রী আঞ্জু মাহেন্দ্রর সাথে প্রেম ছিলো তার। পরবর্তীতে ভালবেসে বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকে। বিচ্ছেদের পর অভিনেত্রী টিনা মুনিমের সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিলো এ তারকার। ‘সাওতান’, ‘ফিফটি-ফিফটি’ এ সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে তাদের। রাজেশ খান্নার মৃত্যুর পর অনিতা আদভানির সাথে লিভ-টু-গেদারের ঘটনাটি আলোচনায় আসে।

গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ জুলাই, ২০১২ সালে রাজেশ খান্না মৃত্যুবরণ করেন।

রাজেশ খান্না ১৯৪২ সালের আজকের দিনে (২৯ ডিসেম্বর) পাঞ্জাবে জন্মগ্রহণ করেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.