স্বপন দেবনাথ : কলকাতা, ৩০ এপ্রিল ২০২২। রমজান মাসের শেষ ইফতার পার্টি গত ২৯ এপ্রিল শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ১৪৫, কেশব চন্দ্র সেন স্ট্রীটে এস জাস টেইলার্স এর কর্ণধার মোঃ শাকিল মহাশয় এর উদ্যোগে।
এই ইফতার পার্টি সব ধর্মের মানুষকে নিয়ে উদযাপিত হলো। এই পার্টিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যাক্তিগন। প্রশাসনের অনেকে, রাজনৈতিক, সিনেমা জগতের শিল্পী থেকে সাধারণ মানুষ। এই ইফতার পার্টিতে ধর্ম নির্বিশেষে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করা হয়। ইফতার পার্টির পরে উদ্যোক্তা মোঃ শাকিল বলেন এই ইফতার পার্টি মাধ্যমে আমি এই বার্তা দিতে চাইবো এখানে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশে থাকি এবং সবাইকে সাথে নিয়ে চলি।
আজকে রমজান মাসের ইফতার পার্টি কালকে আমাদের এখানে শীতলা পুজো আমরা একসাথে পালন করব, আমাদের এই পশ্চিমবঙ্গ ইজ ভেরি গুড। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি এমনকি সব পরব মিলে মিশে পালন করি। আমি খুবই গর্বিত যে আমি এই পশ্চিমবঙ্গে বাস করি।
Be First to Comment