গোপাল দেবনাথ :
রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে প্রয়াত সাহিত্যিক ও কবি নবনীতা দেব সেন এর পরিবার ও দে’জ পাবলিশিং এর যৌথ উদ্যোগে “শ্রদ্ধাঞ্জলি” র আয়োজন করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন স্বনামধন্য কবি, সাহিত্যিক,গায়ক, গায়িকা,অভিনেত্রী, অভিনেতা সহ সমাজের বিশিস্ট মানুষজন উপস্থিত হয়ে ছিলেন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন কবি সাহিত্যিক অভিনেত্রী অভিনেতা গুণগ্রাহী সকলের মুখেই এই সদ্য প্রয়াত সাহিত্যিকের সম্বন্ধে তাদের সম্পর্কে র কথা শোনা গেল, জানা গেল বহু অজানা তথ্য। উপস্থিত ছিলেন সাহিত্যিকের দুই কন্যা নন্দনা সেন ও অন্তরা দেব সেন। একটি বই প্রকাশ করেন বিশিস্ট কবি শঙ্খ ঘোষ। এই অনুষ্ঠানে নবনীতার প্রতি শ্রদ্ধা জানাতে বহু জনের লেখা সমৃদ্ধ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। সাহিত্যিক বুদ্ধদেব গুহ নবনীতার সাথে তার ৬৫ বছরের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করেন এই স্মরণ সভায় এবং সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দান করেন। কবিতা পাঠ করেন কবি জয় গোস্বামী, শ্রীজাত, অভিনেত্রী অপর্ণা সেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শুভা প্রসন্ন, রথীন্দ্র মোহন বন্দোপাধ্যায়, জ্যোতির্ময় দত্ত, অভীক বসু, শমীক বন্দোপাধ্যায়। গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় তার সাথে প্রতিদিন এর ‘রোববার’ নিয়ে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন। সাংবাদিক লেখক চন্দ্রিল ভট্টাচার্য নবনীতা সম্পর্কে নানান অজানা তথ্য ও লেখিকার রস বোধের কথা তুলে ধরেন খুবই সুন্দর ভাবে। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রীকান্ত আচার্য, শ্রীনন্দা মুখোপাধ্যায়, সুচরিতা বিশ্বাস সহ অন্যান্য সঙ্গীত শিল্পী। লেখিকার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমীর সৌজন্যে একটি প্রদর্শনী আয়োজিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভীক বসু ও শুভঙ্কর দে।
Be First to Comment