নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ মে ২০২৫। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী এবং সঙ্গীতগুরু জ্ঞান প্রকাশ ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার।
আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ২৩ টি গান সম্বলিত গীতিআলেখ্য ‘অন্য রবীন্দ্রনাথ’ পরিবেশিত হয় সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের ভাবনা, গ্রন্থনা ও পরিচালনায়।
সংগীত পরিবেশন করেন ইন্দ্রানী ভট্টাচার্য, অভীক মল্লিক, শ্রীধারা গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য,ডক্টর সুরজিৎ রায়, অদিতি গুপ্ত সহ প্রমুখ বিশিষ্ট সংগীতশিল্পী এবং সুব্রত মুখোপাধ্যায়, প্রেমাংশু সেন,অমিতরঞ্জন রায়, গৌতম রায়ের মতো গুণী যন্ত্রসঙ্গীতশিল্পীরা।ভাষ্যপাঠ করেন অন্তরা দাস ও মানসী রায়চৌধুরী। এবং দ্বিতীয়ার্ধে ছিল স্নিগ্ধদেব সেনগুপ্তর গান গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ এর স্মরণে। অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী এবং রবীন্দ্রগানের গবেষক সাগরময় ভট্টাচার্য্যকে। সম্মান জানান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায়,
আনন্দী ভট্টাচার্য। ঘনঘন করতালিতে মুখর ছিল সমগ্র প্রেক্ষাগৃহ। প্রত্যেক শিল্পী অসাধারণ গান গেয়েছেন। বলতেই হবে স্ক্রিপ্ট অত্যন্ত উচ্চ স্তরের এবং সবচেয়ে বড় প্রাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রচলিত গানে সমৃদ্ধ এই গীতি নাট্য। দর্শকদের অসীম, অসাধারণ প্রাপ্তি এই সন্ধ্যার গীতি নাট্য এই অন্য রবীন্দ্রনাথ। কবিগুরুর অন্য সত্ত্বা এবং মানানসই অশ্রুত গানের সম্ভারে সমৃদ্ধ এই সন্ধ্যা দর্শক শ্রোতাদের মনের মনিকোঠায় বহুদিন সজীব থাকবে।
দর্শকরা ধন্যবাদ জানান ইন্দ্রানী ভট্টাচার্যকে এইরকম একটি অসাধারণ ভাবনা গ্রন্থনা করার জন্য।
দর্শকদের আরো একটি সংযোজন ইন্দ্রানী ও অদিতি দুই দক্ষিণীর প্রাক্তনী অনবদ্য।
রবীন্দ্র জন্মবার্ষিকীতে পরিবেশিত হল গীতিআলেখ্য ‘অন্য রবীন্দ্রনাথ’…।

More from GeneralMore posts in General »
- নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা….।
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment