Press "Enter" to skip to content

রবি জয়সওয়ালের প্রতিষ্ঠিত সংস্থা “সিডকো” র সাফল্য উদযাপন………।

Spread the love

সিডকো এর সমবেত সাফল্য উদযাপন।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৬, নভেম্বর, ২০২০। শিওর ইন্ডিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (সিডকো) একটি ক্রমবর্ধমান সংস্থা যা গবেষণা এবং বিকাশের বিষয়ে কাজ করে থাকে। যে সমাজে বেকার চাকুরী প্রার্থীদের লম্বা লাইন লেগে থাকে সেই সমাজেরই একজন উদ্যোগী তরুণ রবি জয়সওয়ালের প্রতিষ্ঠিত সংস্থা সিডকো সারা বাংলায় অত্যন্ত ভাল ব্যবসা করছে।
গত ২২ শে নভেম্বর শহরের এক বিলাসবহুল হোটেলে সিডকো একসাথে একটি সাফল্যের মাইলফলক সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, “সিডকো সংযোগ – বেঙ্গল সংস্করণ” যা সিডকো র সহযোগীদের একটি দুর্দান্ত জমায়েতের সাক্ষী ছিল। যে সকল তরুণ তরুণীরা বাংলার প্রায় প্রতিটি জেলা থেকে শিখতে ও উপার্জন করতে এসেছিল তারা সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপ মোদক (বিজনেস হেড), প্রিয়া দাস (এইচআর – এক্সিকিউটিভ), রাখি চক্রবর্তী (রিপোর্টিং ম্যানেজার), নাসরিন জাহান (সিডকোর সহযোগী ও অ্যাডমিন হেড) এই অনুষ্ঠানে সিডকো র কর্মকর্তারা অতিথিদের সাথে মতবিনিময় করেন।


সিডকোর প্রতিষ্ঠাতা রবি জয়সওয়াল আরও উন্নততর ভারত – শিওর ইন্ডিয়া বিকাশের জন্য সরকারী নীতি সচেতনতা এবং কর্পোরেট প্রকল্পগুলির সাথে শ্রেষ্ঠত্বের বিষয়ে সিডকোর প্রতিশ্রুতিতে জোর দিয়েছিলেন। এই বিশেষ অনুষ্ঠানে মেম্বারশিপ কার্ড-হেলথসুর, অ্যাগ্রিজার, এডুশার এবং আর্নেসোরের প্রবর্তন প্রত্যক্ষ করেছেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.