Press "Enter" to skip to content

রবিন উইলিয়ামস পর্দার চেয়ে বাস্তবেই সবথেকে বড় অভিনেতা ছিলেন….।

জন্মদিনে স্মরণঃ র বি ন উ ই লি য়া ম স

বাবলু ভট্টাচার্য : অভিনেতারা বাস্তবে এক জীবন যাপন করেন, পর্দার মাঝে এসে হয়ে যান ভিন্ন, ভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে নেন। কিন্তু রবিন উইলিয়ামস পর্দার চেয়ে বাস্তবেই সবথেকে বড় অভিনেতা ছিলেন।

রবিন উইলিয়ামসের অভিনয়ে হাতে- খড়ি সেই স্কুল জীবনে, নাটকের ক্লাবে। পরে নিউইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি। সত্তুরের দশকে টিভি শো ‘মর্ক অ্যান্ড মিন্ডি’তে এলিয়েন চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে দর্শকদের কাছে রবিন উইলিয়ামস পরিচিত মুখ হয়ে ওঠেন।

মঞ্চে কমেডিয়ান হিসেবে দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় চালিয়ে যেতে থাকেন। প্রায় চার দশকের ক্যারিয়ারে ‘অ্যাওয়াকেনিংস’, ‘দ্য ফিশার কিং’, ‘পপেই’, ‘হুক’, ‘আলাদিন’, ‘জুমানজি’, ‘দ্য বার্ডকেইজ’, ‘নাইট অ্যাট মিউজিয়াম’র মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

বহু ছবিতে দর্শকরা রবিন উইলিয়ামকে কমেডিয়ান হিসেবে দেখলেও ‘গুড উইল হান্টিং’ ছবিতে তাঁকে দেখা যায় একজন মনোবিদের ভূমিকায়। ওই চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯৭ সালে তিনি অস্কার পান।

১৯৮৯ সালে মুক্তি পায় ‘ডেড পোয়েটস সোসাইটি’। এই চলচ্চিত্রটি মন জয় করে সবার। এই ছবিতে রবিন উইলিয়ামসকে দেখা যায় একজন সাহিত্যের শিক্ষকের ভূমিকায়, যিনি শিক্ষকতার প্রথাগত ধারণা ভেঙে ফেলে ছাত্রদের নতুন চোখে জীবন দেখতে শেখান।

অস্কার ছাড়াও দুইবার অ্যামি, চারবার গোল্ডেন গ্লোব, পাঁচবার গ্র্যামিসহ বহু পুরস্কার পেয়েছেন উইলিয়ামস।

তিন দশকের অভিনয় জীবনে জিন থেকে খুনি নানা ধরনের চরিত্রেই অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। তবে তাঁর কয়েকটি ছবি দর্শকদের কাছে সব সময় মনে রাখার মতো। এই তালিকায় রয়েছে- ‘গুড উইল হান্টিং’, ‘গুড মর্নিং ভিয়েতনাম’, ‘ডেড পোয়েটস সোসাইটি’, ‘আলাদিন’, ‘মিসেস ডাউটফায়ার’, ‘ইনসমনিয়া’, ‘হুক’, ‘দ্য ফিশার কিং’, ‘দ্য বার্ডকেজ’ এবং ‘জুমানজি’।

উইলিয়ামস ১৯৮৮ সালে স্টিভ মার্টিনের সাথে লিংকন সেন্টারে অফ-ব্রডওয়ের ‘ওয়েটিং ফর গোডো’ মঞ্চনাটকে অভিনয় করেন। তাঁর ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় রাজিব জোসেফের ‘বেঙ্গল টাইগার অ্যাট দ্য বাগদাদ জু’ মঞ্চনাটক দিয়ে।

নাটকটি ২০১১ সালের ৩১ মার্চ রিচার্ড রজার্স থিয়েটারে প্রথমবার মঞ্চস্থ হয়।

বহু আইকনিক ছবিতে অভিনয়ের পাশাপাশি অনেক বিজ্ঞাপনচিত্রেও ব্যবহার করা হয়েছে রবিনের কণ্ঠস্বর- ‘দ্য লিজেন্ড অব জেলডা’, ‘ইয়োর ভার্স’, ‘ইট অ্যা স্নিকার্স’-এরমধ্যে উল্লেখযোগ্য।

২০১৪ সালের ১১ আগস্ট ৬৩ বছরের বৃদ্ধ উইলিয়ামসকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর ক্যালিফোর্নিয়ার বাড়িতে।

রবিন উইলিয়ামস ১৯৫১ সালের আজকের দিনে (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন।

More from CinemaMore posts in Cinema »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *