Press "Enter" to skip to content

রথযাত্রায় সুলগ্না আকাডেমির ওড়িশির বিশেষ অনুষ্ঠান….।

Spread the love

সায়ন দেবনাথ : সুলগ্না একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনয় আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে ওড়িশি নৃত্যের মাধ্যমে রথযাত্রার এক বিশেষ ভারচুয়াল অনুষ্ঠান “নীল মাধব হে”। জগন্নাথ প্রভুর পুজোয় নিবেদিত হবে নৃত্য,গীতি-বাদ্য।রাত ৮টা থেকে সুলগ্না রায় ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান দেখা যাবে।ওড়িশি নৃত্যের কিছু পর্যায় যেমন
মঙ্গলাচারণ- ওড়িসি রীতিতে মঙ্গলচরণ মঞ্চে নর্তকীর প্রবেশ চিহ্নিত করে। নৃত্য শিল্পীরা অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।দ্বিতীয় অভিনয়টি হবে ওড়িয়া ভজন “আহে নীলা শৈলা”, সালাবেগা রচিত এবং ভিখারি বালা দ্বারা সুর রচিত আজ অবধি সবচেয়ে সুন্দর ওড়িয়া ভজন।

সালাবেগা ছিলেন ১৭ শতাব্দীর ওড়িয়া ধর্মীয় কবি। তিনি মুসলমান ছিলেন, তবে ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের আধিকারিক এবং রাজা জাহাঙ্গীরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।তাঁর জন্ম হয় লালবেগায়। তাঁর মুসলিম বংশোদ্ভূত হওয়ার কারণে, তাঁকে বিখ্যাত জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। লোককাহিনীতে আছে যখন তাঁর মন্দিরে প্রবেশে বাধা ছিল, তখন তিনি উত্তর ভারতের দিকে চলে যান। পরে, এক বছর পুরীতে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুতরাং, তিনি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি পুরীতে না পৌঁছান পর্যন্ত রথ যেন অপেক্ষা করে। সেই বছর, রথ উৎসবে ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষের চাকা ঘোরেনি যতক্ষণ না সালাবেগা পৌঁছাননি।আহেনীল পরিবেশন করবেন সুলগ্না।
এই সব মিলিয়ে এদিনের জগন্নাথ বন্দনা করবেন সুলগ্না আকাডেমির ছাত্র-ছাত্রীরা এবং সুলগ্না।সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনায় সুলগ্না রায় ভট্টাচার্য।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.