নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩১ জুলাই, ২০২৫।
রক্তের বিভিন্ন অসুখের চিকিৎসায় বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশনই সেরা চিকিৎসা। রক্তের ক্যানসার (লিউকিমিয়া), থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমা (ননহজকিন্স), মায়লোমা, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসর্ডার, ইনহেরিটেড বোন ম্যারো ফেলিওর ইত্যাদি নানান রক্তের অসুখ ধরা পড়লে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অন্যান্য চিকিৎসা করে সাময়িক স্বস্তি পেলেও অসুখের ভোগান্তি লেগেই থাকে। শরীর মনের পাশাপাশি আর্থিক দিক থেকে নানান অসুবিধের সম্মুখীন হতে হয়। শুরুতেই বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন (BMT) করিয়ে নিলে রোগীর সম্পূর্ণ সুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি। জানালেন রক্তরোগ বিশেষজ্ঞ ইস্টার্ণ ইন্ডিয়া ব্লাড ম্যারো সেল্যুলার থেরাপির (EIBMCT 2025) তৃতীয় বার্ষিক সম্মেলনের অরগানাইজিং চেয়ারপার্সন, ডা. তুফান দলুই ।
এবারের সম্মেলনে রক্তের অসুখের চিকিৎসার শুরুতেই বোনম্যারো (ব্লাডম্যারো) প্রতিস্থাপনের সুবিধে নিয়ে আলোচনা হবে। এই প্রসঙ্গে জেনে রাখা ভাল যে হাড়ের মধ্যে থাকা অস্থিমজ্জা বা বোনম্যারো হল রক্ত তৈরির ফ্যাক্টরি। রক্তের নানান গ্রুপের মত বোনম্যারো থেকে নেওয়া স্টেম সেলেরও বিভিন্ন গ্রুপ থাকে, এর নাম এইচএলএ। ম্যাচ করলে তবেই বোনম্যারো প্রতিস্থাপন সম্ভব। দুরকম ভাবে BMT করা হয়। এক অটোলোগাস ট্র্যান্সপ্ল্যান্ট অর্থাৎ রোগীর নিজের সুস্থ অস্থিমজ্জা নিয়ে রোগীকে দেওয়া হয়। আর অ্যালোজেনিক ট্র্যান্সপ্ল্যান্ট এর ক্ষেত্রে দাতা অন্য জন। ভাল হয় রোগীর নিজের ভাইবোন। তা না হলে বাবা মায়ের মধ্যে একজনের থেকে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ৫০% এইচএলএ ম্যাচ করার সম্ভাবনা থাকে। EIBMCT 2025 -এর অরগানাইজিং সেক্রেটারি রক্তরোগ বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানালেন যে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন শুনে বড়সড় সার্জারি মনে হলেও আসলে রক্ত সঞ্চালনের মত প্যাকেটে করে রোগীর শরীরে নানান সাবধানতা অবলম্বন করে বোন ম্যারো দেওয়া হয়। ব্লাড ক্যানসার অর্থাৎ লিউকিমিয়া থেকে শুরু করে, থ্যালাসেমিয়া, মায়লোমা ইত্যাদি ক্রনিক রক্তের অসুখ যেখানে নিয়মিত রক্ত সঞ্চালন করা ছাড়া উপায় থাকে না, সেই সব অসুখের একমাত্র নিরাময় বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন। প্রাথমিক ভাবে খরচ সাপেক্ষ মনে হলেও একবারে খরচ করে অসুখ সারিয়ে তোলা যায়। নিয়ম করে রক্তসঞ্চালন ও অন্যান্য ওষুধ ও জটিলতার সম্মুখীন হতে হয় না, জানালেন ডা তুফান দলুই। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতা সহ পূর্ব ভারতে আন্তর্জাতিক গাইডলাইন মেনে চিকিৎসা করা হয়। খরচ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট ২৩ টি কেন্দ্রে বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন করা হয়। এই সম্মেলনে সব কটি কেন্দ্র অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলি হল –
1)N.R.S Medical College, Kolkata
2) IHTM, Medical College Kolkata
3)Apollo Multi speciality Hospital, Kolkata
4) Tata Medical Center, Kolkata
5) SGCCRI, Kolkata (Thakurpukur Cancer Hospital)
6) Narayana Superspeciality Hospital, Howrah
7) HCG EKO Cancer Center, Kolkata
8) Park view Super Speciality Hospital, Kolkata
9) Ruby General Hospital, Kolkata
Odisha:
10. SUM Hospital, Bhubaneswar
11. SCB Medical College, Cuttack
12. AIIMS, Bhubaneswar
13. Apollo Hospital, Bhubaneswar
14. Bagchi Sri Shankara Cancer Centre and Research Institute, Bhubaneswar
Bihar:
15. Paras HMRI Hospital, Patna
16. Mahavir Cancer Sansthan, Patna
17. Jay Prabha Medanta Superspeciality Hospital, Patna
Assam:
18. Guwahati Medical College, Guwahati
19. B Baruah Cancer Institute, Guwahati
Chhattisgarh:
20. Balco Medical Centre, Raipur
21. Sanjeevani Cancer Care Hospital, Raipur
Manipur:
22. American Oncology Institute, Manipur
রক্তের বিভিন্ন অসুখের চিকিৎসায় বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশনই সেরা চিকিৎসা….।

More from HealthMore posts in Health »
- First-Ever Diabetes Global Impact Prize 2025 From European Association for the Study of Diabetes (EASD) Conferred Upon Dr. V. Mohan at Vienna….
- Magic, smiles and health tips light up Children’s Day celebration at Manipal Mukundapur…
- Manipal Hospitals Kolkata marks World Diabetes Day with key initiatives Dhakuria Unveils Manipal Institute of Diabetes, EM Bypass hosts Awareness Session and Unveils ‘Sugar Monster’….
- আদিত্য অ্যাকাডেমি, দমদমে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন — ৩ কিমি নীরব পদযাত্রা, সচেতনতা আলোচনা ও নুক্কড় নাটকের মাধ্যমে বার্তা ছড়াল ছাত্রছাত্রীরা….।
- Cancer Warriors Share Inspiring Journeys of Hope and Healing at Manipal Hospital EM Bypass on National Cancer Day…
- After Years of Battling Kidney Failure, Mizoram Woman Embraces Motherhood Twice Naturally at Manipal Hospital EM Bypass….
More from InternationalMore posts in International »
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- ইন্টারন্যাশনাল ওয়ার্কপ্লেস গ্রুপ কলকাতায় নতুন রিগস সেন্টার চালু করল – ক্রমবর্ধমান ফ্লেক্সিবল ও প্ল্যাটফর্ম ওয়ার্কিংয়ের চাহিদার সাথে তাল মিলিয়ে…।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।












Be First to Comment