রেস্তোরাঁয় মেন্যুতে ‘কোভিড কারি’ ও ‘মাস্ক নান’
বাবলু ভট্টাচার্য : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ বাড়লেও, সে অনুযায়ী মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি এখনও মানছে না জনগণ। করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে জনসচেতনতা বাড়াতে যোধপুরের বেদিক মাল্টিক্যুইজিন রেস্তোরাঁয় দেদার বিক্রি হচ্ছে ‘কোভিড কারি’ সঙ্গে ‘মাস্ক নান’৷ মাস্ক নান ছিঁড়ে কোভিড কারিতে ডুবিয়ে সরাসরি মুখে চালান৷ রেস্তোরাঁ এই মেনুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা নিয়ে জনসচেতনতা বাড়াতে চান তাঁরা। তিনি আরও বলেন সব রকমের সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে গ্রাহকরা সুরক্ষিত ভাবে স্বাদ বদল করতে পারেন। ‘কোভিড কারি’ আসলে মালাই কোফতা৷ কোফতাকে সুন্দর করে করোনা ভাইরাসের মতো আকার দেওয়া হয়েছে৷ আর নানকে আকার দেওয়া হয়েছে মাস্কের৷ যাকে সোজা ভাষায় বলা যায় মালাই কোফতা আর নান৷ রেস্তোরাঁর তরফ থেকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সর্বদা স্যানিটাইজেশন চলছে। রেস্তারাঁ কতৃপক্ষ জানিয়েছে, ‘আমরা টাচ-লেস মেনু চালু করেছি৷ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা যায়’৷
Be First to Comment