বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৫, ফেব্রুয়ারি, ২০২১। যোগেশ মাইমে অনুষ্ঠিত হলো প্রগতি বাংলা ১৬ তম বার্ষিক উৎসব। মূল আয়োজক ছিলেন প্রফেসর ডাঃ শ্রী অরিজিৎ কুমার নিয়োগী।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রূপান্তর কামীদের নিয়ে ফ্যাশন শো ও বিশেষ ভাবে সক্ষম, প্রতিবন্ধী ও অন্ধদের ফ্যাশন শো।
নিপাট বাঙালিয়ানা তুলে ধরতে সবাই পড়ে ছিলেন ধুতি পাঞ্জাবি ও শাড়ি। এই সমগ্র ফ্যাশন শো এর কোরিওগ্রাফি করেছেন শ্রী অর্চিত রায়।
ছিলেন শ্রী মতি রঞ্জিতা সিনহা, ডাঃ অরুণজ্যোতি ভিক্ষু, প্রফেসার শ্রী সুজয় বিশ্বাস, পন্ডিত সঞ্জয় অধিকারী, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জি, সঙ্গীতা সিনহা ও অরিজিৎ দত্ত সহ বিশিষ্টজন।
ডিজাইনার ছিলেন প্রফেসার সৌমেন ঘোষ, জন সেনগুপ্ত ও শ্যামল মল্লিক। বঙ্গগৌরব সম্মাননা ২০২১ এ ভূষিত হন ৬৫ জন কৃতী বাঙালি।
অনুষ্ঠানিক ভাবে প্রগতি বাংলার ২০২১ সালের তিনটি ক্যালেন্ডারের শুভ উদঘাটন করা হলো এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সার্থকতা লাভ করেছে বলে সাংবাদিকদের জানান শ্রী অরিজিৎ কুমার নিয়োগী।
Be First to Comment