কাচ ভাঙা দিন —
সাংবাদিক ভাস্কর ভট্টাচার্যের কলমে —
হৃদয়ে শ্রাবণ এলে মেঘেরা আলাপ জমায়
পাতার কম্পনে যেন গাছেরাও শোকাহত হয়
সমুদ্রের নোনা জল মেখে ওড়ে একরাশ দীর্ঘশ্বাস
বালি ও বাতাস মাখে তোমার বিষাদ
কেয়া অথবা দোপাটির পাতা মোছে ফোঁটা ফোঁটা আবিলতা
আম- কাঁঠালের পাতার নীচে পাখির ডানায় জমাট শোক
তোমার পকেটভর্তি স্মৃতিময় ধুলোবালি
সমুদ্রের বুকের মধ্যে আগুন ও বৃষ্টি ঝরে খালি।
সমুদ্র বালির বুকে পায়ে পায়ে স্বপ্ন আঁকে বাড়ি
ঢেউ এসে ধুয়ে দেয় তার ঘর
ঠিকানাহীন হয়ে যায় স্মৃতি ও সৌরভ।
সমুদ্রের পেট থেকে উঠে আসা সহস্র ঝিনুক
মাটিতে মুখ গুঁজে খোঁজে তোমার হারানো সুখ
বাতাসেরা বলে আজ ওর বড়ই অসুখ
মন খারাপের বিষাদ নিয়ে ঝিনুকেরা ফিরে যায় সমুদ্রে আবার।
যে চুল্লি তোমায় পোড়ায় রাখে না তোমার দুঃখের ঠিকানা,
ধুয়ে মুছে যায় তোমার সকলই
অন্ধকারে শুধুই জোনাকির কথাকলি,
তোমার পকেট ভর্তি স্মৃতিময় ধুলোবালি।
বার বার ফিরে ফিরে চাও, বৃথা খোঁজো সমুদ্রে আঁকা ঘর।
বৃথা খোঁজো একান্নবর্তী লাল কাঁকড়ার মরীচিকা-
বৃথা খোঁজো হারানো নুড়ি
বালি মেখে হামাগুড়ি দেয় কোটি বছরের জীবাস্ম
সমুদ্র জুড়ে ভাঙা চাঁদ ও ফসিল প্রেম।


Be First to Comment