নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ মে, ২০২৫। যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে
মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বানী প্রচার করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ হানাহানি,হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা। তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।
বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বৌদ্ধ সন্নাসীরা।
পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন,যুদ্ধ কখোনোই সমাধানের পথ নয়।গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই ভারত সরকার ও সারা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের আবেদন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনার। তিনি বলেন সন্ত্রাস মোকাবিলায় ভারত সরকার যে ভুমিকা নিয়েছে তা খুবই প্রশংসনীয়।
যুদ্ধ নয়, শান্তি চাই ভারত সরকারকে অনুরোধ করলো বৌদ্ধ ভিক্ষুকরা….।

More from CultureMore posts in Culture »
- ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রীপদ্মনাভ গোস্বামীর সংগ্রহ দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ….।
- নন্দন প্রেক্ষাগৃহে সারলা সাহিত্য সংসদের কলকাতা সারস্বত উৎসব….।
- সাগরদিঘীতে রক্তযোদ্ধার জন্মদিনে ১০৫ জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদানকর্মসূচিতে অংশ নিলেন…..।
- Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam….
- জ্যোতির্ময় পাবলিক স্কুল পার্ক সার্কাসে শিক্ষার সঙ্গে শিল্প ও খেলাধুলার মেলবন্ধনে এক বর্ণময় উদ্যাপন….।
- রবীন্দ্রসদনে কবিপ্রণামে “শ্যামা “নৃত্যনাট্য….।
More from InternationalMore posts in International »
- রাজপুর সোনারপুর পুরসভার ১৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষে ২১ নম্বর ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা….।
- রক্তচাপ যখন বিপদের কারণ…।
- ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রীপদ্মনাভ গোস্বামীর সংগ্রহ দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ….।
- মেঘদুত ডিজিটাল প্ল্যাটফর্ম (এমডিপি) ত্রাণকর্তা হিসেবে শহরে আসছে….।
- সল্টলেকে ফাটাফাটি ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন সুকান্তনগর স্পোর্টিং ক্লাব….।
- নন্দন প্রেক্ষাগৃহে সারলা সাহিত্য সংসদের কলকাতা সারস্বত উৎসব….।
Be First to Comment