বাবলু ভট্টাচার্য : যুক্তরাষ্ট্রের মানুষ বিপদে পড়লেই ৯১১ নম্বরে কল করে পুলিশ ডাকে। কিন্তু সেটা আসলে কোন ধরণের বিপদ তা বুঝতে পারেনি দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা ২ বছরের শিশুটি। তাই একা একা প্যান্ট পরতে না পারায় ৯১১ নম্বরে কল করে ডেকে আনলো পুলিশ।
বাড়িতে প্যান্ট পরতে পারছে না দেখে সোজা ৯১১ নম্বরে কল করে পুলিশের সাহায্য চায় আলিয়া। এদিকে গ্রিনভেল কাউন্টি পুলিশ কল পেয়ে বুঝতে পারছে না কি কারণে এই ছোট বাচ্চা তাদের কল করে ডাকল। অনেক সময় বাচ্চারা বিপদে পড়লে ৯১১ নম্বরে কল করে- এই ভেবে গ্রিনভিল কাউন্টি পুলিশ লোনস বাচ্চাটির বাড়িতে যায়।
বাড়িতে গিয়ে দেখে ছোট আলিয়া প্যান্ট পরার জন্য পুলিশকে ডেকেছে। পুলিশও বাচ্চাটির আবদার পূরণ করেছে। পরে সতর্ক করে দিয়েছে। এসব কারণে পুলিশকে ডাকা উচিৎ না। তোমার মা-বাবা, ভাই-বোনকে এসবের জন্য ডাকবে।






Be First to Comment