Press "Enter" to skip to content

যখন যে রূপে চাই আমরা তাঁকে হারায় আপন মনে মহা নির্বাণে….।

Spread the love

সো অহম / মতিলাল পটুয়া

আমরা প্রত্যেকে মনের অজান্তে
একাধিক বার হারায় নিজের অস্তিত্ব
আপন মনের গভীরে সুক্ষ চেতনায়
এ এক শুভ ঐশ্বরিক সন্ধিক্ষণ ,

এই ঐশ্বরিক সন্ধিক্ষণ বড় নির্বাণ
আমরা প্রত্যেকেই এর অপেক্ষারত
কেউ অনুভূত হই কেউ থাকি অজান্তে
এই পথেই সবার মুক্তি সর্বক্ষণ ।

সর্বক্ষণ মুক্তির পথের নাম সাধনা
বনে মনে জঙ্গলে সর্বত্রই মেলে
মেলে হৃদয়ে অন্তরে গুপ্ত কোণে
সাধনার গভীরে আসে গুপ্ত ধ্যান ,

গুপ্ত ধ্যানে প্রখরতর হয় অনুভূতি
সুক্ষ চেতনায় মেলে শব্দ স্পর্শ গন্ধ
আলোয় আলোকিত হয় সুক্ষ মূর্তি
ধ্যানের পরিমন্ডল শেষে বাড়ে জ্ঞান ।

জ্ঞানের আড়ালে প্রজ্জ্বলিত যে মূর্তি
ঘনীভূত হয়ে ফুটে ওঠে আপন রূপে
যখন যে রূপে চাই আমরা তাঁকে
হারায় আপন মনে মহা নির্বাণে ,

মহা নির্বাণে বিবেকর মিলন ক্ষেত্র
জাগ্রত হয় সো অহম সো অহম ধ্বনি
শাশ্বত ধ্বনি ধ্বনিত হোক অন্তরে বাহিরে
সো অহম ধ্বনিত হোক সবার প্রাণে ।

More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.