বই মেলাটা হয়নি দেখা
——————————-
অশোক ব্যানার্জী :-
আমি কবিতা লিখি,আর
বই পড়তেও ভালবাসি,
প্রতি বারেই ভাবি,এবার
বই মেলাতে ঘুরে আসি।
আজও আমার বই মেলাতে
কোনো দিনই হয়নি যাওয়া
মনের ইচ্ছা মনেই আছে
মেলার সে সুখ হয়নি পাওয়া।
মেলায় গিয়ে নানান স্টলে
ঘুরবো ফিরবো দেখবো বই,
কিনবো কিছু, দেখবো অনেক
সামর্থ আজ আমার কই ?
বয়সটা এখন হয়েছে বেশ
বয়সটা এখন প্রায় আশি,
আজও আমার হল না যাওয়া
যদিও বই ভালোবাসি।
বই পড়াটা আমার নেশা
আমার নেশা পদ্য লেখা,
তবুও আজো ইচ্ছে থাকলেও
বই মেলাটা হয়নি দেখা।
এখন যাবার প্রশ্নও নেই
নানান ব্যাধিতে জর্জরিত,
বই মেলাটা দেখার সুখে
রয়েই গেলাম বঞ্চিত ।
সব আশা তো পূর্ণ হয় না
কিছু রয়ে যায় অধরাই,
পরের জন্মে (যদি থাকে)
বই মেলাটা দেখতে চাই।
Be First to Comment