শতভিষা দত্ত, কলকাতা, ৩ ফেব্রুয়ারি ২০২২। করোনা বিধিনিষেধ বজায় রেখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে এ রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভাগীয় সচিবেরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ফের দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এই পর্বে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে হস্তশিল্পের সাথে যুক্তদের মধ্যে ক্রেডিট কার্ড তুলে দেওয়ার জন্য আবেদন পত্র জমা নেওয়া হবে।
বিভিন্ন জেলাশাসকদের কাছে শিক্ষা, স্বাস্থ্য ছাড়াও পর্যটন, বিদ্যুৎ, মহিলাদের হেরিটেজ সহ নানা বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। বিশদে তা অবহিত করেন উপস্থিত সকলেই। বিভিন্ন পুলিশ কমিশনার তথা যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সরকারি কর্মসূচি ও রূপায়ণ সম্ভব ছিল না। তাদের উদ্দেশ্যে অভিনন্দন জানান তিনি। স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেখার পর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঋণ মিলছে না। বিভিন্ন কো – অপারেটিভ ব্যাঙ্কের সহযোগিতা দরকার।
আগামীদিনে এ রাজ্যে ছয় হাজার শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। এরপর পরিবহন দপ্তরের মন্ত্রীকে বলেন, সীমান্তে আদায় সত্বেও সরকারি অর্থ কোষাগারে জমা পড়ে না। বেসরকারি সংস্থাও আয় করছে। রাজস্ব ফাঁকি। পরিবহন দপ্তরকে যুক্ত করে আগামীদিনে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সভায় জানান, দেউচা পাঁচামি কোল ব্লকের জমিদাতাদের কনস্টেবল পদে চাকরি ছাড়াও পুনর্বাসন দেওয়া হবে। লুধিযানা থেকে এক প্রতিনিধি দল সাইকেল কারখানা স্থাপনের জন্য পরিদর্শনে আসছে।
Be First to Comment