সায়ান দেবনাথ : কলকাতা, ১৪ জুন ২০২১। সকলেই এখন করোনা অতিমারীর প্রভাব থেকে বাঁচতে ব্যস্ত। দেশজুড়ে ভ্যাকসিন পর্ব চলছে রাজ্যেও ভ্যাকসিন পর্ব সর্বত্রই চলছে। আমাদের রাজ্যে এই বছর স্বেচ্ছা রক্তদান শিবির বেশি আয়োজিত হয়নি তার প্রধান কারণ রাজ্যে বিধানসভার নির্বাচন পর্ব। রাজ্যে এখন রক্তের আকাল চলছে । করোনা ছাড়াও যে বহু রোগ আছে এবং মুমূর্ষু রোগীর জন্য রক্তের অত্যন্ত প্রয়োজন।
এইসব কথা ভেবে মিত্রম বেনিয়াটোলা লেন সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি লকডাউনের বাধা ওকরোনা মহামারীর আতঙ্ককে উপেক্ষা করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে গত ১৩ জুন বিশ্ব রক্তদাতা দিবস এর প্রাক্কালে কলকাতার বেনিয়াটোলা লেন ও মহাত্মা গান্ধী রোড সংযোগস্থলে বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত একটি রক্তদান শিবিরের আয়োজন করে।
এই রক্তদান শিবিরটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট ৫২ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৮ জন মহিলা। রক্তদান শিবির আয়োজন এর সাথে সাাথে ওই দিন কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা হয়।
Be First to Comment