Press "Enter" to skip to content

মানহানি মামলায় দ্রুত বিচারের জন্য  আদালতে  দিলীপ ঘোষ….। 

মোল্লা জসিমউদ্দিন : ২২, জানুয়ারি, ২০২১।

আসন্ন বিধানসভার প্রাক্কালে বঙ্গীয় রাজনীতিতে  কু মন্তব্যের বহর ক্রমশ বাড়ছে। যা নিয়ে যুযুধান দু’পক্ষই হাজির আদালতে। প্রথমে নিদিষ্ট সময়সীমা বেঁধে লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশের প্রত্যুত্তর না পেয়ে  তারপর কেউ দেওয়ানীতে মানহানি মামলা দাখিল করেছেন। আবার কেউ ফৌজদারি মানহানি মামলা ঠুকেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে।ঠিক এইরকম পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি একাই চারটি মানহানি মামলা দাখিল করেছেন তৃণমূলের সাংসদ – মন্ত্রী সহ শাসক ঘনিষ্ঠ ইমামের বিরুদ্ধে। সোমবার দুপুরে এইবিধ ফৌজদারি মানহানি মামলা গুলির বিচার পর্ব যাতে দ্রুত শুরু হয়। সেজন্য একাধিক সাক্ষী নিয়ে কলকাতার ব্যাংকশাল আদালতে হাজির হন দিলীপ ঘোষ মহাশয়। অভিযোগকারী হিসাবে তিনি মামলাগুলিতে হাজিরা দেন।দিলীপ বাবু তাঁর দায়ের করা চারটি মামলার মধ্যে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাত সাংসদ  কাকলী ঘোষ দাস্তিদার এবং মহম্মদ ইয়ারিয়ার নামে এক ইমাম সাহেব কে অভিযুক্ত রেখেছেন। গতবছর ২৯ নভেম্বর ডায়মন্ডহারবারের সাতগেছিয়ায় এক প্রকাশ্য জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপির হেভিওয়েট নেতার বিরুদ্ধে গুন্ডা সম্বোধন করেন স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের পরিপেক্ষিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাতে নিদিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া ছিল।এরপর ২১ ডিসেম্বর কলকাতার ব্যাংকশাল আদালতে ফৌজদারি মানহানি মামলা দাখিল করেন দিলীপ বাবু। সম্প্রতি বারাসাত সাংসদ কাকলী ঘোষ দাস্তিদার ট্যুইটারের নিজস্ব একাউন্টে মতুয়া ভোট নিয়ে দিলীপ বাবুর মন্তব্য জুড়ে দিয়ে বিতর্কিত পোস্ট করেন বলে অভিযোগ। যদিও এই পোস্ট পরে ডিলিট করে দেন ওই সাংসদ। তাতেও সম্মানহানির প্রশ্নে দিলীপ ঘোষ বারাসাতের সাংসদের বিরুদ্ধে মানহানি মামলা দাখিল করেন।গত ১৬ নভেম্বর বারাসাতের এক জনসভায় রাজ্যের খাদ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন যে – ‘ বাংলাদেশ থেকে বিএসএফ এবং কাস্টমস এর সহযোগিতায় বিজেপি অস্ত্র আমদানি করছে’। এই মন্তব্যে তথ্য ও প্রমাণ চেয়ে মানহানি মামলা দাখিল করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অপরদিকে শাসকদল তৃণমূল ঘনিষ্ঠ মহম্মদ ইয়ারিয়ার নামে এক ইমাম সাহেব ‘মুসলিমদের উচিত নয় বিজেপি কে ভোট দেওয়া’  বলে মন্তব্য করেছিলেন। এতেও মানহানি মামলা দাখিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ব্যাংকশাল আদালতে চারটি মানহানির মামলা দাখিল করেছেন দিলীপ বাবু। এই মামলা গুলির অভিযোগকারী হিসাবে হাজিরা দেন। প্রাথমিক শুনানির লক্ষে একাধিক সাক্ষীও এনেছিলেন আদালত চত্বরে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *