সঙ্গীতা চৌধুরী : কলকাতা, ২৯ জানুয়ারি ২০২৩। আজ রবিবার সকালে এক অভিনব পদযাত্রা আয়োজিত হয় খোদ কলকাতার বুকে। সকাল আটটায় গোলপার্ক থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে পদযাত্রাটি শেষ হয় কালীঘাট অঞ্চলে গিয়ে। এরকম পদযাত্রা হামেশাই চোখে পড়ে কলকাতার পথেঘাটে, তবে অন্যগুলোর থেকে এর তফাৎ হল এর পিছনে ছিল এক মহৎ উদ্দেশ্যে। পদযাত্রার লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। বর্তমান সামাজিক পরিস্থিতিতে বহু মানুষই নানা ধরনের মানসিক সমস্যায় জর্জরিত, কিন্তু অনেকেই সেই পরিস্থিতি থেকে বেরোনোর সঠিক পথ নির্দেশিকা খুঁজে পান না।
আজ এই পদযাত্রা অনেকেই সেই পথের সন্ধান দিয়েছে। তবে যাদের উদ্যোগে এই ‘Rota Walk ‘ সম্ভবপর হয়েছে সে সংস্থাগুলো হল- ‘Rotaract District 3291’ এবং ‘মনোস্কোপ’। আর তাদের সহযোগী হিসেবে ছিল- ‘অন্তরা’, ‘অনুভব’ , ‘ইমোজার’। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মনোবিদ সঞ্জয় গর্গ। তিনি এই পদযাত্রায় শুরু থেকে শেষ অবধি থেকে সকলকে উৎসাহ প্রদান করেন।

শেষে বলা যায় এই মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রসার সংক্রান্ত পদযাত্রা হয়ত বহু মানুষকে একটা সুস্থ জীবন উপহার দেবে।















Be First to Comment