জিজ্ঞাস্য
শম্পা দেবনাথ : ভাগলপুর।
একটা হোঁচট খেলাম..।
বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখে
সিঁড়ি থেকে নামার সময় …
হোঁচট খেলাম.❗
কে যেন বললো..”বাছা.❗ লাগলো নাকি❓”
চেয়ে দেখি.. চাঁদপানা মুখ নিয়ে
চাঁদ এসে দাঁড়িয়েছে পাশে .❗
বলল ..”তা বাছা এলিই যখন..
দু’দণ্ড একটু রোষ ❗
ক’টা কথা তোকে শুধাই .❓”
সম্মতি সূচক দৃষ্টি নিয়ে
চেয়ে থাকি তার মুখ পানে..
” আচ্ছা বাছা ..
বুদ্ধ মানব না হয়ে ..
যদি মানবী হতো ,
“বুদ্ধ পূর্ণিমা” দিনটি
তবে কি গৌরবের না হয়ে কলংকের হতো❓
প্রশ্নটা শুনে দ্বন্দ্বে পড়ি .. উত্তর খুঁজে পাইনা..❗
” বলতে পারিস বাছা ..
রাতের আঁধারে সিদ্ধার্থ যেমন
তার স্ত্রী – সন্তানকে ত্যাগ করে
মহানিষ্ক্রমণের পথে গিয়েছিলেন..
সেদিন যদি তার পরিবর্তে ,
তার স্ত্রীর এমন অভিপ্রায় হত…❓
সংসারের মোহ মায়া ত্যাগ করে,
স্বামী – সন্তানকে ছেড়ে নিঝুম রাতে
যশোধরা যদি সংসার ত্যাগ করতো…❓
তবে ❓ আঁধার রাতে
সংসার ত্যাগ করা স্ত্রীকে..
পরিবার- সমাজ
ঠিক কী চোখে দেখতো..❓
গলার কাছে কিছু একটা
দলা পাকিয়ে আসে…
এ জিজ্ঞাসার কোন উত্তর মেলে না..❗
“আচ্ছা ..এতো কঠিন সব প্রশ্নের
উত্তর দিতে হবে না বাছা…❗
শুধু একটি কথা বল ..❗
লিঙ্গ ভেদে আমি যদি স্ত্রী না হতাম
তবে বুঝি বা “চাঁদের কলঙ্ক ” থাকত না ..❗
আমি কি কিছু ভুল বললাম বাছা.. ❓”
চোখের কোন থেকে ..
দুফোঁটা জল গড়িয়ে পড়ে..❗
চেয়ে দেখি, চাঁদপানা মুখের চাঁদ
হাসিমুখে তার কর্তব্যে বিরাজমান হয়েছে ..❗
সিঁড়ি দিয়ে নামতে নামতে
মাথায় বয়ে চলে অবিরাম প্রশ্নধারা ..❗
মনে মনে জপ করি..
“বুদ্ধং শরনং গচ্ছামি”❗
Be First to Comment