Press "Enter" to skip to content

মাত্র ৪ বছর বয়সে প্রথম জাতীয় পুরস্কার পান কমল হাসান। ‘কালাথুর কান্নামা’য় অভিনয়ের স্বীকৃতি। ১৮ বছর বয়সে পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রচনা করেন তিনি। ছবির নাম ‘উনরচিগাল’……।

Spread the love

শু ভ জ ন্ম দি ন ক ম ল হা সা ন

বাবলু ভট্টাচার্য : ছায়াছবিতে ধ্রুপদী নৃত্যকলা যে নায়িকাদের কুক্ষিগত, এই ধারণা নস্যাত্‍ করেছিলেন তিনি। অভিনয় আর শাস্ত্রীয় নৃত্য দু’দিকেই অনায়াস গতি। নামের কারণে তার জন্ম পরিচয় নিয়ে ধন্ধের শেষ নেই।

যদিও তিনি নিজে স্বঘোষিত নিরীশ্বরবাদী। তিনি কমল হাসান।

বাবা শ্রীনিবাসন ছিলেন ডিফেন্স ল’ইয়ার। মা রাজলক্ষ্মী গৃহবধু। চার ভাইয়ের মধ্যে সবথেকে ছোট কমল হাসান।

তার জন্মগত নাম পার্থসারথি। বরাবর ওই নামেই ডেকে এসেছেন মা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায় ডাকনাম। বাবা তার নাম রাখেন কমল হাসান।

এক সাক্ষাত্‍কারে অভিনেতা জানিয়েছিলেন তার বাবা ছিলেন সংস্কৃতজ্ঞ। তিনি ছেলের নাম রেখেছিলেন ‘কমল’, অর্থাত্‍ পদ্ম। আর হাস্যরস থেকে হাসান পদবী।

 

তার তিন দাদার নাম- চারু হাসান, চন্দ্র হাসান এবং রঘু হাসান। চারু হাসানও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। চন্দ্র হাসান ছবি প্রযোজনা করতেন।

মাত্র ৪ বছর বয়সে প্রথম জাতীয় পুরস্কার পান কমল হাসান। ‘কালাথুর কান্নামা’য় অভিনয়ের স্বীকৃতি। ১৮ বছর বয়সে পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রচনা করেন তিনি। ছবির নাম ‘উনরচিগাল’। যদিও তা নিষিদ্ধ ঘোষিত হয়। পরে, মুক্তি পায় ১৯৭৬ সালে।

কমল হাসান মোট ৬টি ভারতীয় ভাষায় অভিনয় করেছেন- তেলুগু, হিন্দি, মালয়লম, তামিল, কন্নড় এবং বাংলা।

সাতের দশকে গোড়ায় শোনা যায় তার সম্পর্ক ছিল সহ অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে। পরবর্তীকালে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবি ‘থিরক্কতা’।

১৯৭৮ সালে ২৪ বছর বয়সে বিয়ে করেন নৃত্যশিল্পী বাণী গণপতিকে। এক দশকের মধ্যে বিচ্ছেদ। ১৯৮৮ থেকে লিভ ইন অভিনেত্রী সারিকার সঙ্গে। বড় মেয়ে শ্রুতির জন্মের পরে তারা বিয়ে করেন। তার কয়েক বছর পর জন্ম ছোট মেয়ে অক্ষরার। ২০০৪ সালে ভেঙে যায় কমল-সারিকার সংসার।

কমল হাসান অভিনীত শততম ছবি ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘রাজা পারভাই’। এই ছবি দিয়ে প্রযোজনার জগতে পা রাখেন তিনি। ছবিতে এক অন্ধ বেহালা বাদকের চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের কথা ঘোষণা করেন কমল হাসান এবং দলের নীতি ব্যাখ্যা করেন। তার রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে অভিনয়ও ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন। নিজের রাজনৈতিক দলের সাহায্যে দুর্নীতির অবসান ঘটানোর শপথ নেন কমল হাসান।

সমাজসেবাতেও তিনি সক্রিয়। তিনি প্রথম তামিল অভিনেতা যিনি নিজের ফ্যানক্লাবকে করে তুলেছিলেন সমাজকল্যাণমূলক সংস্থা।

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ৪ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন ১৯টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ভূষিত হয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণের মতো রাষ্ট্রীয় সম্মাননায়।

একমাত্র ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৭ বার অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ছবি পাঠিয়েছেন তিনি।

কমল হাসান ১৯৫৪ সালের আজকের দিনে (৭ নভেম্বর) তামিলনাড়ুর রামানাথাপুরমের পরমকুড়ি শহরে জন্মগ্রহণ করেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.