সায়ন দেবনাথ : কলকাতা, ১১, এপ্রিল ২০২১। বৈশাখী ব্যন্জন নিয়ে এল পূর্ণ দাস রোডের মাছ,মছলি এন্ড মোর।নব বর্ষের শুরুতে পেট পুজোয় বাঙালি খাবারের আয়োজন নিয়ে এই বিশেষ আয়োজনের শুভ সূচনা করলেন বাংলার বিশিষ্ট লেখিকা বাণী বসু, সুচরিতা বন্দোপাধ্যায়,বাংলার বিভাগীয় প্রধান,কলকাতা বিশ্ববিদ্যালয়।বাংলা নববর্ষ উপলক্ষে এই মেনু লঞ্চে বাংলার দুই কৃতী বিশিষ্ট অতিথিদের উপস্থিতি বেশ অন্যরকম বলা চলে।এই বিশেষ পদের আয়োজন পাওয়া যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত(দুপুর ১২টা-৩:৩০টা পর্যন্ত)।

গরম ভাতের সাথে লাল শাক ভাজা,ডাল,ছ্যাঁচড়া,লুচি,
আলুর দম,মাছের কালিয়া,সর্ষে পারশে,চিকেন ডাকবাংলো,চাটনি,সন্দেশ সহযোগে পেটপুরে ভুড়িভোজের আয়োজনে সামিল হতে চলে আসুন মাছ,মছলি এন্ড মোরে।
Be First to Comment