গোপাল দেবনাথ -৮ই ডিসেম্বর – মহানায়ক উত্তম কুমারের ৯৪তম জন্মদিবস উপলক্ষে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এসোসিয়েশনের আয়োজনে “ইম্পা হাউসে” বি এন সরকার হলে ষষ্ঠ তম বাৎসরিক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপিস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মোট ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। ডায়াবেটিস রিসার্চ ওয়েলফেয়ার এসোসিয়েশন সহযোগিতায় স্বাস্থ্য শিবিরটি পরিচালনা করেন এই সংস্থার সাথে যুক্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ঔষধ নিয়ে যান। এছাড়া আপেলো ডায়াগনস্টিক এর সহযোগিতায় রক্তের শর্করা মাপার Hb1c পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই রক্ত দান প্রসঙ্গে অরূপ বিশ্বাস এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন ‘রক্তদান মহৎদান’ সমাজের প্রতিটি সুস্থ মানুষের এই রক্তদানে অংশগ্রহণ করা উচিত। রক্তের অভাবে বহু মানুষের জীবনহানি ঘটে আমাদের সকলের সামাজিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পিতা গোপাল সাহা, চিত্রপরিচালক অনুপ সেনগুপ্ত, প্রচারবিদ উত্তম বসু, সরোজ মুখার্জী, পার্থসারথি দাঁ, বিজয় কল্যাণী, সোনিয়া চক্রবর্তী, ঝুমা পাল, শিউলি রামানি, স্মরণিকা সরকার সমগ্র অনুষ্ঠানটি দক্ষ হাতে পরিচালনা করেন সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মহানায়ক উত্তমকুমারের ৯৪তম জন্মদিবস উপলক্ষে ইম্পা হাউসে রক্তদান ও স্বাস্থ্য শিবির
More from GeneralMore posts in General »
- ইউসিএমএএস আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪: বিশ্ব মানসিক গণিত প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী….।
- Restaurateurs Serve Up Festive Cheer This Christmas: NRAI Santa’s Cause….
- Princeton Club Becomes the Heart of Festive Cheer this Christmas….
- তুমি বহুরূপে সেজে এসো হাসি মজা দিয়ে শুধু ভালোবেসো…।
- Sau Saal Pehle: Sonu Nigam’s Homage to Mohammed Rafi on His 100th Birth Anniversary….
- দীর্ঘ প্রতিক্ষিত “রোগ পরিচয় ” বইটি প্রকাশিত হল !….
Be First to Comment