গোপাল দেবনাথ : কলকাতা, ১০ জুন, ২০২১। গত দেড় বছর ধরে করোনা অতিমারী আমাদের পিষে মেরেছে। তার ওপর আছে লকডাউন, আমফান ও ইয়াস এর মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তান্ডব। সাধারণ খেটে মানুষের অবস্থা আরও শোচনীয়। অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে সস্তায় গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা থাকলেও অতি সস্তায় পুষ্টিকর আমিষ খাবারের ব্যবস্থা ছিল না আমাদের রাজ্যে। উদ্দেশ্য গরিব মানুষেরা যেন মাত্র ৫/-টাকায় দুপুরের খাবার খেতে পারেন। সেই প্রকল্প কে এগিয়ে নিয়ে যেতে গত ১০৭ দিন ধরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩৭নং ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রীমতি সোমা চৌধুরী এবং ৩৭নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরীর উদ্যোগে ৩৭নং ওয়ার্ডে প্রতিদিন প্রায় শতাধিক মানুষকে ‘মা প্রকল্পের’ ৫ /-টাকায় ডিম-ভাত এই মহামারীর সময় হাতে তুলে দিচ্ছেন। কার্যসিদ্ধির সফলতার জন্য শ্রী প্রিয়াল চৌধুরী এবং শ্রীমতি সোমা চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য।
এই মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী ধন্যবাদ সহ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কে এবং ৩৭নং ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রীমতি সোমা চৌধুরী এবং ৩৭নং তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরীকে।
Be First to Comment