Press "Enter" to skip to content

মন ভালো করতে অবশ্যই যেতে পারেন উত্তরবঙ্গের তিলাবাড়ি, লাটাগুড়ি ও মূর্তি………..

Spread the love

#করোনা ভীতিকে উপেক্ষা করেই তিলাবাড়ি – লাটাগুড়ি – মূর্তি সফর।#
মৃনাল কান্তি সিংহ: ৫ জুলাই, ২০২০। গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সাধারণ মানুষের মন ভালো নেই। বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে ঘরে বন্দী। নিজের সাধ্যমত পরিবার নিয়ে কোথাও বেড়াতে গিয়ে মন টা একটু ভালো করবে তার উপায় নেই। আমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় উমপুন।

সাড়ে তিন মাস পরেও এখনো করোনা ভীতি। সরকার ও সাধারণ মানুষের হাজার পদক্ষেপ সত্ত্বেও করোনার গ্রাফ ক্রমশই উর্ধমুখী। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে খুলে গিয়েছে একাধিক পর্যটন কেন্দ্র এবং সেই সকল স্থানের সরকারি ট্যুরিস্ট লজ। বাড়িতে বসে বসে বোর ও হচ্ছিলাম ভীষণ। নেটে সরকারি ট্যুরিস্ট লজ গুলির খোঁজ খবর নিতেই হঠাৎ চোখে পড়লো তিলাবাড়িতে WBTDCL এর ট্যুরিস্ট লজ “তিলোত্তমা” তে ঘর ফাঁকা রয়েছে। ফোনে সেফটি আর হাইজিন সম্পর্কে জেনে নিয়েই চটপট বুক করে ফেললাম একটা কটেজ।

এ সি কটেজ ভাড়া ২৩০০ টাকা। বুক করলাম ৩ জুলাই ও ৪ জুলাই এর জন্য। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। রাস্তার অসাধারণ সব দৃশ্য, ঝা চকচকে রাস্তা। রাস্তার দুই দিকে সবুজ গাছের সারি তার সাথে মনোরম পরিবেশ। ৭ ঘন্টা তুমুল বৃষ্টিতে গাড়ি চালিয়ে পোঁছালাম নির্দ্দিষ্ট গন্তব্যে। রিসেপশন এ সমস্ত সেফটি এন্ড হাইজিন মেজার্স পালন করার পর আমাদের কটেজ বরাদ্ধ করা হলো। রুমে পৌঁছে অবাক। আজ অব্দি এত সুন্দর ব্যবস্থাপনা দেখিনি। সত্যি বলতে কি ঘরে এক বিন্দু বালির দানাও পাইনি। প্রতিটি বেডশীট থেকে টাওয়েল সব নতুন করে ধোয়া। টয়লেট পুরো ঝকঝকে। চারিদিকে সবুজ ঘেরা চা বাগান আর জঙ্গলের এক কোনে পুরো কমপ্লেক্সটা।

এবারে আসি খাবার দাবার এর কথায়। আমি আবার ভোজন রসিক মানুষ। পেটে ভালো কিছু গেলে থাকবার অব্যবস্থা আমি ভুলে যাই। ট্যুরিষ্ট কমপ্লেক্স এর পাশেই ডাইনিং স্পট। এখানকার সমস্ত লোকাল খাবারের পদই পাওয়া যায়। সে লাটাগুড়ির কচি পাঠার মাংসই হোক বা বরোলি মাছই হোক বা উত্তরের বিখ্যাত নদিয়ালী মাছই হোক। শুধু একটাই শর্ত – একটু আগে বলতে হবে। রান্নার স্বাদ জাস্ট অসাধারণ।

খাবারের বিশেষত্ব হলো গরম গরম পরিবেশন। আর দাম সকলের বাজেটের মধ্যে বলে আমার মনে হয়। যারা ভ্রমন পিপাসু, অথচ এই মুহূর্তে বাইরে যেতে পারছেন না, তারা অবশ্যই উত্তরের এই লোকেশনে আসতে পারেন। মূর্তি নদীর তীরবর্তী সমস্ত লজ খোলা। আর বলে রাখি তিলাবাড়ির এই সরকারি ট্যুরিষ্ট লজ কিন্তু বর্ষায় বন্ধ থাকবে না। তাই নিশ্চিন্তে আসতে পারেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.