নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২১। আবার পুজো মন্ডপে বাজবে পুজোর নতুন গান। সেই ফেলে আসা হেমন্ত- মান্না- শ্যামল- কিশোর যুগ পেরিয়ে অমিত-শানু-নচিকেতা-অঞ্জন-শান-বাবুল হয়ে এখন পুজোয় নতুন গান প্রকাশ পেলেও পুজো মন্ডপে সে গান আর বাজতে শোনা যায়না।
এই সময় চারিদিকে থিমের পুজো, তাই থিম হিসেবেই সুরে, সুরে আবহ নির্মান করা হয়। নতুন বাংলা গান সেখানে প্রায় অচল বলা যেতে পারে। রেডিওতেও তেমন চল নেই নতুন বাংলা আধুনিক গান বাজানোর। তাই শিল্পী গান করেন একান্ত নিজের গরজেই। সেই গান শোনার তেমন সুযোগ নেই এবং মাধ্যম নেই। এই পুজোয় ড্যাফোডিল ইনকর্পোরেট নিয়ে আসছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য এবং ঝুমকি সেনের পুজোর নতুন গান যা আবার শোনা যাবে শহরের কুড়িটা বিখ্যাত দুর্গা পুজোয়।
এবার পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজো মণ্ডপে
যেমন নলিন সরকার সার্বজনীন, নবীন সংঘ, হাতিবাগান সার্বজনীন, নর্থ ত্রিধারা, যাদবপুর শ্যামাপল্লী এই রকম প্রায় কুড়িটি মণ্ডপে বাজবে এই নতুন গান। বাংলা গানের স্বর্ণযুগ না ফিরলেও এই উদ্যোগ স্মৃতিমেদুর করে তোলে বলা বাহুল্য। শিল্পী ঝুমকি সেন বললেন,”খুব ভালো লাগছে আবার নতুন বাংলা আধুনিক গান পুজো মন্ডপে বাজবে শুনে। থিমের পুজোর চক্করে সব হারিয়ে যাচ্ছিল। “মনোময় ভট্টাচার্য বললেন,”মাইকে দূর থেকে গান ভেসে আসতো। সত্যি সেই দিন গুলো খুব মিস করি।
পাড়ায়,পাড়ায় পুজোর জলসা, বিজয়া সম্মিলনী। এখন সব অতীত। সব মিলিয়ে সেই দিন গুলো পুজোর আবহকে আরো জীবন্ত করে তোলে। খুবই ভালো লাগছে জেনে আবার মাইকে বাংলা নতুন আধুনিক গান শুনতে পাওয়া যাবে।”কল্যাণ সেন বরাট জানালেন,” আমিও বাকিদের মতোই খবরটা পেয়ে বেশ খুশি হয়েছি। মানুষ নতুন বাংলা গান শুনুক এটাই একমাত্র কামনা।
মন্ডপে মন্ডপে মাইকে বাজবে গান, ফিরছে নতুন পুজোর গান…..।এই শিল্পকে বাঁচাতে গেলে আমাদেরই উদ্যোগী হতে হবে। সে ক্ষেত্রে ড্যাফোডিলের রূদ্র সেনের এই পরিকল্পনা এবং উদ্যোগ সত্যি সাধুবাদ প্রাপ্য।”
পুজোয় নতুন যে গান দুটো শনিবার কলকাতার দ্য পার্ল হোটেলে প্রকাশ পেল- তুমি কিছু স্বপ্ন দেখো ( ঝুমকী সেন ),চঞ্চলো হলো মন ( মনোময় ভট্টাচার্য ও ঝুমকী সেন )।
এই দুটো গান লিখেছেন প্রখ্যাত গীতিকার শুভ দাশগুপ্ত এবং সংগীত পরিচালনা করেছেন সার্বজনপ্রিয় কল্যাণ সেন বরাট। গান দুটি ডিজিটালি মুক্তি পেল।
Be First to Comment