সঙ্গীতা চৌধুরী : কলকাতা, ২৫ জুলাই, ২০২৩। সম্প্রতি বাগুইআটিতে ‘ মনোস্কোপ ‘ এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল ট্রান্সজেন্ডারদের নিয়ে। এবং ঐ একই সঙ্গে উদযাপন করে “প্রাইড মান্থ “- এর। অনুষ্ঠানটির নামকরন করা ছিল “Uphill journey”। এই অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারদের জীবনযাত্রা এবং মেন্টাল হেলথ প্রফেশনালদের নিয়ে এক বিশেষ আলোচনাচক্র আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মধুজা নন্দী (হেড ট্রাস্টি, বারাসত ট্রান্সজেন্ডার কিন্নর ডেভেলপমেন্ট) এবং ডাঃ সঞ্জয় গর্গ। অনুষ্ঠানটি শুরু হয়েছিল ল্যাম্পের আলোকমালার মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে নৃত্যের মাধ্যমে স্বাগত জানিয়ে। ‘মনোস্কোপ ‘ -এর কর্ণধার সোমদত্তা ব্যানার্জী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথিরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ট্রান্সজেন্ডারদের কমিউনিটি এবং তাদের জীবনযাত্রার কথা তুলে ধরেন। মেন্টাল হেলথ প্রফেশনালরা মানসিক দিক দিয়ে তারা যেন যে কোন পরিস্থিতিতে চাপ মুক্ত থাকতে পারেন সে বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ট্রান্সজেন্ডাররা অংশগ্রহণ করেন গান, নাচ, কবিতাপাঠ এবং আরো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ত্রিশজন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অতিথি এবং বক্তাদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে।
Be First to Comment