নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ জুন, ২০২৫। পবিত্র রথযাত্রা-র পুণ্য তিথিতে কুমারটুলির অন্যতম মৃৎশিল্পী পিন্টু পাল-এর মূর্তি নির্মাণ কেন্দ্রে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সেরে নিল ‘নব যুবক সংঘ’।
‘নব যুবক সংঘ’-র তরফ থেকে মুখ্য আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় ওরফে ফান্টা বাবু জানিয়েছেন, “রথযাত্রার পবিত্র মুহূর্তে কাঠামো পুজোর মাধ্যমে শুভারম্ভ হল ‘নব যুবক সংঘ’-র ৬৮ তম বর্ষের কালী প্রতিমার নির্মাণ কার্য।”
মৃৎশিল্পী পিন্টু পাল বলেছেন, “রীতি মেনেই ফাটাকেষ্ট খ্যাত কালী প্রতিমা নির্মিত হবে।”
কাঠামো পুজোর পবিত্র মুহূর্তে সংগঠনের সদস্যদের পাশাপাশি কুমারটুলিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মোহনবাগান এথলেটিক ক্লাবের সহ সভাপতি কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর অধ্যক্ষ সাধনা বোস, তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তি।






Be First to Comment