অশোক ব্যানার্জী : কলকাতা।
মাথার উপর অসীম আকাশ
আকাশ জুড়ে নীলের আভাস!
তোমার যত মনের কথা
তোমার মনের গভীরতা
বলতে পারো আকাশটারে,
মাপতে পারো বারে বারে।
তুলনা যদি করতে হয়
সব ছেড়ে কেন আকাশটা নয় ?
তোমার ইচ্ছে তোমার আশা
তোমার বুকের ভালবাসা,
মনের আবেগ উজাড় করে
দিতে পারো আকাশটারে।
মনের কথা ধৈর্য্য ধরে
শুনবে আকাশ প্রতিবারে,
আকাশ থেকেই শক্তি নিয়ে
বেড়িয়ে পড় বিশ্ব জয়ে।
ভোরের আকাশ ভোরের আলো
দেখবে তোমায় বাসছে ভালো।
সেই প্রেমেতেই হৃদয় ভরে
বিশ্বজনে আপন করে
কাজ করে যাও খুশি মনে
বুঝুক এবার সকল জনে
সবার জন্য তুমি আছো
সবাই বাঁচুক, তুমিও বাঁচো ।
বাঁচার মতো বাঁচতে হলে
আকাশ পানে মাথা তুলে
নতুন করে বাঁচতে শেখ
চোখের আলোয় বিশ্ব দেখ !
Be First to Comment