Press "Enter" to skip to content

ভোটে জিততে রণনীতি সাজাচ্ছে কংগ্রেস – বাম ও তৃণমূল কংগ্রেস। সতর্ক করলেন প্রধানমন্ত্রী ।

Spread the love

শুভদ্যুতি দত্ত, হলদিয়া, ৭ ফেব্রুয়ারি, ২০২১।রাজধানী দিল্লিতে ওরা মানে তিন বিরোধী দল রণনীতি সাজাচ্ছে। অসম থেকে সরাসরি কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে তিনি এই বক্তব্য রাখেন সভাতে। পাঁচ রাজ্যে নির্বাচন আসন্ন। তার আগে দেশবাসী তথা ভোটারদের এই বার্তা দিয়ে আগাম সতর্ক করে দিয়েছেন। হেলিপ্যাড ময়দানে আয়োজিত দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। কেরালার প্রসঙ্গ তুলে ধরে শ্রী মোদী বলেন, বাংলা বাম ও কংগ্রেস পাঁচ বছর করে সেখানে ক্ষমতায় থাকে।

শলা করে লুটপাট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি ম্যাচ ফিক্সিং এর কথা উল্লেখ করেছেন তাঁর ভাষণে। এ রাজ্যে ও পরিবর্তন হতে চলেছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মূলতঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির নির্বাচনী লড়াইয়ের কথাও তুলে ধরতে গিয়ে আরো বলেন, কংগ্রেস ও বামেদের ভোট দিয়ে লাভ নেই। সার্বিক বিকাশের লক্ষ্যে বিজেপি একের পর এক পদক্ষেপ নিতে চলেছে। হলদিয়াতে আজ তিন প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চল ছাড়াও একাধিক রাজ্যের এই সুবিধা কাজে আসবে।

এল পি জি ইমপোর্ট টার্মিনাল ছাড়া ও রাণীচকে চার লেনের উড়ালপুল নির্মাণ, ধোবি – দূর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেইসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে দ্বিতীয় (সিআইডিডব্লু), যা দেশের মধ্যে প্রথম। আত্মনির্ভর ভারতের গতিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের ঝটিকা সফরে এস হলদিয়াতে বিরোধীদের কড়া সমালোচনা করেন। দলীয় কর্মসূচিতে হেলিপ্যাড ময়দানে বক্তব্য রাখেন সভাতে। তিনি বলেন, পর্দা কে পিছে কেয়া হ্যায়? বিধানসভা নির্বাচনে বিজেপির জয় রথকে থামাতে একসাথে মিলেছে তৃণমূল – কংগ্রেস ও বামপন্থীরা। কাজেই তাদের আগামী নির্বাচনে ভোট নয়। বিরোধীদের স্বার্থ রক্ষা করার দরকার নেই। দেশজুড়ে সার্বিক বিকাশের লক্ষ্যে বিজেপি সরকার পদক্ষেপ নিতে চলেছে ধারাবাহিকভাবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.