অশোক ব্যানার্জী –
এই কে তুমি,
কী করছো এখানে?
“আমি ভূত, আমি যেতে পারি
যেখানে সেখানে।”
“তবে তোমায় কেন আমি
দেখতে পাচ্ছি না স্পষ্ট?”
“কি করে দেখবে, আমি যে ছায়া,
আমি তো অস্পষ্ট!”
“তুমি যদি ভূত হও
তবে বর্তমানে এলে কেন?”
“ইচ্ছে হলো তাই এলাম,
আমরা সব পারি, এটা জেনো।”
“এখন বলো কী ইচ্ছে তোমার,
আমাকে মারবে নাকি?”
“আরে না না, ওসব ক্ষমতা
নেই আমাদের, আমরা সব ফাঁকি!”
“তবে বলো কি জন্য এলে
আমাকে ভয় দেখাতে?”
“না, ঠিক তা নয়,
আমি যে তোমার ভবিষ্যৎ,
এলাম সেটা জানাতে।”
Be First to Comment