গোপাল দেবনাথ: কলকাতা, ২৬শে জানুয়ারি ২০২০ ভিয়েনা স্পোর্টিং ক্লাবের শ্রীশ্রী মহা সরস্বতী পুজো এবার ৩৭ তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর শুভ সূচনা গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে সম্পন্ন হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ শ্রী কুণাল ঘোষ, প্রাক্তন বিধায়ক শ্রী সঞ্জয় বক্সী, বিধায়ক শ্রীমতি স্মিতা বক্সী, রানী রাসমণি ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া, শ্রী মুক্তি সাধন সাহু, পৌরমাতা সাধনা বোস, নবকল্লোল ও শুকতারা ম্যাগাজিনের সম্পাদিকা রুপা মজুমদার এবং আরো বহু বিশিষ্ট মানুষ।
আগামীকাল ২৭শে শে জানুয়ারি অনুষ্ঠিত হবে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের পরিবেশনায় রাইবেশ ও বিহঙ্গ, আগামী ২৮শে জানুয়ারি সংগীত পরিবেশন করবেন রাবীন্দ্রিক সংগীত গোষ্ঠী।
Be First to Comment