প্রার্থনা —
শম্পা দেবনাথ : ভাগলপুর, বিহার।
এসো আমরা…
ভালোবাসায় বাঁচি ঘৃণায় নয় . ..
অহিংসায় বাঁচি হিংসা -দ্বেষে নয়..
কোমলতায় বাঁচি কঠোরতায় নয়..
মঙ্গলকামনায় বাঁচি দুষ্ট প্রবৃত্তিতে নয়..
এসো, আজ আমরা বাঁচার মতো বাঁচি
যে বাঁচা হবে নিখাদ..
স্বচ্ছ জলধারা কিংবা মেঘমুক্ত আকাশের মতো
যেখানে নেই কোনো আড়াল
না আছে আবডাল..
শুধুই সদর্থক অনুভূতি
আর শান্ত – সমাহিত মন।
বিশ্বসংসারে যতো আছো প্রাণ
পরমপিতার কাছে আজ এই নিবেদন
সকলে শুচি হোক, শুদ্ধ হোক
যতো জরা, যতো গ্লানি
মুক্ত করো প্রভু….
আলো দাও, প্রাণ দাও,
শান্তি দাও, স্বস্তি দাও
তোমার আশীষ বর্ষিত হোক
সকল সন্তানে…
তোমার মঙ্গলালোক
এসে পড়ুক সকল জীবের
প্রাণে – মনে।
আজ সূর্য – ষষ্ঠী পূজোর চতুর্থ দিন এবং শেষ দিন। এই মূহুূর্তে মনে যে অনুভূতি চলছিল তাই প্রকাশ করলাম।

Be First to Comment