মোল্লা জসিমউদ্দিন – অমরাত্মা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – দ্বিশত জন্ম বার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা – ২০১৯ এবং ভারত স্বজন সন্মান প্রদান উৎসব ২০১৯ বিভিন্ন ক্ষেত্রের নির্বাচিতগুণীজন দের হাতে স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে বাংলা শিল্পী – সাহিত্যিক- সমাজকর্মী-সাংবাদিক সমন্বয় সমিতি। সহযোগিতায় আম্বেদকর কালচারাল কলেজ, বিদ্যাসাগর চর্চা কেন্দ্র, চিনুয়া সমাজ কল্যাণ সোসাইটি ও কবি অরুন দত্ত মেমোরিয়াল সোস্যাল এন্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠান উদ্বোধন করেন মানস বন্দোপাধ্যায় বিশেষ প্রতিনিধি রাজ্যসভা – লোকসভা টিভি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রাক্তন অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে ছিলেন রামেশ্বর বন্দোপাধ্যায় সম্পাদক বিদ্যাসাগর চর্চা কেন্দ্র, মঃ ফারুক হোসেন কবি- সঙ্গীত শিল্পী ও সাংবাদিক “আমাদের সংবাদ” বাংলাদেশ। দিলীপ বিশ্বাস, সম্পাদক আম্বেদকর কালচারাল কলেজ, নৌশাদ মল্লিক, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, দেবকন্যা সেন, অভিনেতা ধীরু ব্যানার্জী। বক্তব্য রাখেন বিদীপ লাহিড়ী, শিউলী রামানি গোমস, অলক দত্ত, নারায়ণ মজুমদার, মনীন্দ্র চন্দ্র পাল, চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস, সভাপতি মিলন বসু এবং সম্পাদক প্রদীপ বড়াল। এদিনের সূচনা সংগীতে চিন্ময়ী বিশ্বাস ও লীলাবতী বিশ্বাস। বিদ্যাসাগর স্মারক বক্তৃতা ও বিদ্যাসাগর স্মৃতি স্মারক সন্মান লাভ করেন অধ্যাপক মনোরঞ্জন ঘোষ, রামেশ্বর বন্দোপাধ্যায়, শ্যামল চট্টোপাধ্যায়, কবি নিতাই মৃধা, ডাঃ প্রকাশ মল্লিক, দিলীপ বিশ্বাস, মানস বন্দোপাধ্যায়, শুভ্রকান্তি সামন্ত ও হেমেন্দু বিকাশ চৌধুরী। ভারত স্বজন সন্মান লাভ করেন বিশিষ্ট সাংবাদিক গোপাল দেবনাথ, মানস বন্দোপাধ্যায়, উমেশ রায়, দেব দত্ত, অশোক দাস, অজন্তা বর্মন, বৈশালী নন্দী দাশগুপ্ত, ডাক্তার তারক মজুমদার, তপন দাস, মানিক চৌধুরী সহ বিশিষ্টজন। কবি অরুন দত্ত স্মৃতি স্মারক সন্মান লাভ করেন উজ্জ্বল বিশ্বাস, দিলীপ বিশ্বাস ও চিন্ময়ী বিশ্বাস। এই দীর্ঘ চার ঘন্টার অনুষ্ঠানটি কথায় গানে কবিতা পাঠ ও বিদ্যাসগার নিয়ে নানা আলোচনা বেশ উপভোগ্য হয়েছিল।
ভারত স্বজন সন্মান প্রদান উৎসব
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment