গোপাল দেবনাথ : কলকাতা, ৫ ফেব্রুয়ারি, ২০২২। আজ দেশজুড়ে সরস্বতী পুজো দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে। এইদিনে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে প্রতি বছরের মতো ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রনব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়।
দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছেলে বুড়ো ও ছাত্রছাত্রীরাও পুজোয় অংশ নেন। সঙ্ঘের সন্নাসীরা সমবেত ভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। সেইসঙ্গে ছিল শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান পরে ভক্তদের জন্যে প্রসাদ বিতরনের আয়োজন করা হয়।
সমগ্ৰ পুজো পরিচালনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। দেবীর কাছে পুজো করেন স্বামী বিমুক্তা নন্দ মহারাজ।
Be First to Comment